State News

নির্ভুল ভোটার তালিকার জন্য জেলায় বৈঠক কমিশনের

রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) এবং পদস্থ কর্তারা নানা স্তরে জেলায় জেলায় গিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৪১
Share:

ছবি: সংগৃহীত।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) আবহে ভোটার তালিকা নিয়ে বাড়তি সচেতন এবং সতর্ক আমজনতা। এই পরিস্থিতিতে ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করতে চেষ্টা করছে নির্বাচন কমিশন।

Advertisement

রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) এবং পদস্থ কর্তারা নানা স্তরে জেলায় জেলায় গিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। তবে তাতেও শেষ করছেন না তাঁরা। সেই কারণে ভোটার তালিকার কাজের অগগ্রতির হালহকিকত বুঝতে আগামিকাল, মঙ্গলবার দুপুরে রাজ্যের সব জেলাশাসক তথা জেলা নির্বাচন অফিসারদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করার কথা সিইও এবং পদস্থ আধিকারিকদের। সেখানে থাকার কথা অতিরিক্ত জেলাশাসক (নির্বাচন), মহকুমাশাসক, জেলার ওসি (নির্বাচন), মহকুমার ওসি (নির্বাচন) এবং জেলা সদরের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (ইআরও)।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement