abhisekh bandyopadhyay

ন্যাস্টির থেকে ডায়নাস্টি ভাল, বিজেপি আগে নিজেদের দিকে তাকাক, তোপ অভিষেকের

রাজ্যে বিধানসভা ভোটের গোটা প্রচার পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিজেপি নেতাদের আক্রমণের প্রধান লক্ষ্য ছিলেন ‘ভাইপো’ অভিষেক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ১৮:২৬
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলা বিজেপি-র মানায় না, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিধানসভা ভোটের গোটা প্রচার পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিজেপি নেতাদের আক্রমণের প্রধান লক্ষ্য ছিলেন ‘ভাইপো’ অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর, তাঁর প্রথম সাংবাদিক সম্মেলনেও প্রশ্ন এল বিজেপি-র তোলা পরিবারতন্ত্রের অভিযোগ নিয়ে। অভিষেকের জবাব, আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় বিসিসিআই-এর দায়িত্ব ছাড়ুন, তার পর এ সব প্রশ্ন তুলুক বিজেপি। দ্বিচারিতার অভিযোগ তুলে অভিষেক বলেন, “কারও নাম করছি না। অনেক বিজেপি নেতা এবং তাঁদের পরিবারের লোকজনই তো এমপি-এমএলএ হয়ে রয়েছেন, একসঙ্গে সরকারি পদে রয়েছেন!”

Advertisement

সোমবার তৃণমূল ভবনে করা সাংবাদিক সম্মেলনে বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “আপনারা তো বিপুল গরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ক্ষমতায় রয়েছেন। বিল পাশ করুন এক পরিবারে এক জনের বেশি কেউ রাজনীতি করতে পারবে না। আইন করুন, আমি সবার আগে রাজনীতি ছেড়ে দেব।” তাঁর সংযোজন, “বিজেপি ডায়নাস্টি (পরিবারতন্দ্র) নিয়ে বলছে। আমি বলছি, ন্যাস্টি (নোংরা)-র থেকে ডায়নাস্টি ভাল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement