Minakshi Mukherjee

DYFI: যুব সম্পাদক মীনাক্ষী

সিপিএমের তরুণ মুখ এবং নন্দীগ্রামে মমতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হিসেবে নজরে আসা মীনাক্ষী যুব সংগঠনের রাজ্য সভানেত্রী পদে ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২১ ০৮:৪২
Share:

মীনাক্ষী মুখোপাধ্যায়। ফাইল চিত্র।

সিপিএমের যুব সংগঠনের নতুন রাজ্য সম্পাদক হলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। ডিওয়াইএফআইয়ের ৫০ বছরের রাজনৈতিক যাত্রাপথে রাজ্য সম্পাদক পদে মহিলা মুখ এই প্রথম। সিপিএমের তরুণ মুখ এবং নন্দীগ্রামে মমতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হিসেবে নজরে আসা মীনাক্ষী যুব সংগঠনের রাজ্য সভানেত্রী পদে ছিলেন। রায়গঞ্জে সোমবার ডিওয়াইএফআইয়ের ১৯তম রাজ্য সম্মেলন শেষ হয়েছে। সেখানেই পশ্চিম বর্ধমানের মীনাক্ষীকে রাজ্য সম্পাদকের দায়িত্ব দেওয়ার পাশাপাশি রাজ্য সভাপতি পদে আনা হয়েছে মুর্শিদাবাদের ধ্রুবজ্যোতি সাহাকে। যুবদের মুখপত্রের দায়িত্বে রয়েছেন কলতান দাশগুপ্তই। কোষাধ্যক্ষ হয়েছেন অপূর্ব প্রামাণিক। সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর ২৫ জনের মধ্যে নতুন মুখ ১৪ জন। সম্মেলনে যে রাজ্য কমিটি তৈরি হয়েছে, সেখানেও ৬০%-এর বেশি নতুন অন্তর্ভুক্তি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement