Road Accident

রানিগঞ্জের জাতীয় সড়কে স্কুটির চাকায় শাল জড়িয়ে মৃত্যু মহিলার, রাস্তায় পড়ে রইল আহত ছেলে

শুক্রবার বিকেলে রানিগঞ্জের জাতীয় সড়কে এই দুর্ঘটনায় রাস্তায় পড়ে আহত হয়েছেন মহিলার ছেলে। দু’জনেই হেলমেট পরে থাকলেও মর্মান্তিক পরিণতির হাত থেকে রেহাই পাননি মহিলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানিগঞ্জ শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫৮
Share:

প্রতীকী ছবি।

ছেলের সঙ্গে বাপেরবাড়ি যাওয়ার পথে স্কুটির চাকায় শাল জড়িয়ে মৃত্যু হল দুর্গাপুরের এক মহিলার। শুক্রবার বিকেলে রানিগঞ্জের জাতীয় সড়কে এই দুর্ঘটনায় রাস্তায় পড়ে আহত হয়েছেন মহিলার ছেলে। দু’জনেই হেলমেট পরে থাকলেও মর্মান্তিক পরিণতির হাত থেকে রেহাই পাননি মহিলা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রানিগঞ্জের ১৯ নম্বর জাতীয় সড়কের পঞ্জাবি মোড়ে চুনভাটি সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় মৃতের নাম লিপিকা মণ্ডল। বছর পঁয়তাল্লিশের লিপিকা দুর্গাপুরের অরবিন্দ নগর থানা এলাকার বাসিন্দা ছিলেন। বিকেলে মাকে সঙ্গে নিয়ে দুর্গাপুর থেকে স্কুটি চালিয়ে আসানসোলে মামাবাড়ি যাচ্ছিলেন ২২ বছরের গৌরাঙ্গ মণ্ডল। ঘটনার সময় স্কুটির পিছনে বসেছিলেন তাঁর মা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার বিকেলে জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় স্কুটির পিছনের চাকায় গায়ের শাল জড়িয়ে যায় ওই মহিলার। মুহূর্তের মধ্যে জাতীয় সড়কের উপর আছড়ে পড়ে স্কুটিটি। দু’জনেই রাস্তায় পড়ে যান। তবে গুরুতর আহত হন ওই মহিলা। পাশাপাশি, এই দুর্ঘটনায় অল্পবিস্তর আহত হন ছেলেটি। স্থানীয়েরা রানিগঞ্জ থানার পঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশকে খবর দেন।

Advertisement

এই স্কুটিতে চড়েই দুর্গাপুর থেকে আসানসোল যাচ্ছিলেন মা এবং ছেলে। —নিজস্ব চিত্র।

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মা-ছেলেকে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে লিপিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মহিলার ছেলেকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয়দের দাবি, মহিলার গায়ের শাল স্কুটির চাকায় জড়িয়ে যাওয়ায় এই পরিণতি হল। যদিও দু’জনেই হেলমেট পরে ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement