কেন্দ্রকে ব্যক্তিগত কোনও তথ্য দেবেন না : মমতা

নতুন নাগরিকত্ব আইন নিয়ে নিজের অনড় অবস্থান জানিয়ে মুখ্যমন্ত্রী এ দিনও বলেন, ‘‘কারও অধিকার কাড়তে হলে তা করতে হবে আমার মৃতদেহ পেরিয়েই।’’

Advertisement

রবিশঙ্কর দত্ত

পাথরপ্রতিমা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ ০৩:৫৭
Share:

গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার। নিজস্ব চিত্র

ব্যক্তিগত বা পরিবারের কারও সম্পর্কে কোনও তথ্য কেন্দ্রীয় সরকারি প্রতিনিধিদের দিতে নিষেধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব নিয়ে কেন্দ্র বিরোধী আন্দোলনের দলীয় মঞ্চে এ কথা আগেই বলেছিলেন তিনি। মঙ্গলবার সরকারি অনুষ্ঠান থেকেও সরাসরি এই বার্তা দিলেন মমতা। তাঁর কথায়, ‘‘বাইরে থেকে কেউ বাড়িতে এসে নাম, বাবার নাম, জন্মতারিখ, বাবা-মায়ের জন্মস্থান সম্পর্কে জানতে চাইলে কোনও তথ্য দেবেন না। শুধু ভোটার তালিকায় নিজের নাম, বাবার নাম ইত্যাদি সঠিক ভাবে দেখে নিন।’’

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় এ দিন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বক্তৃতা করে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর) নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনলাইন উদ্যোগও খারিজ করে দিয়েছেন তিনি। তাঁর মতে, এটা মানুষকে বিভ্রান্ত করার জন্য এক এক রকম মিথ্যে বলা। কারণ, সশরীরে উপস্থিত না হলে অনলাইনে কাজটি সম্পূর্ণ হয় না। মমতার মন্তব্য, ‘‘ওদের ( কেন্দ্রীয় সরকার) জিজ্ঞাসা করি, অনলাইনে চাল ফুটবে? ভাত হবে?’’

নতুন নাগরিকত্ব আইন নিয়ে নিজের অনড় অবস্থান জানিয়ে মুখ্যমন্ত্রী এ দিনও বলেন, ‘‘কারও অধিকার কাড়তে হলে তা করতে হবে আমার মৃতদেহ পেরিয়েই।’’ জেলা ও রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে তাঁর আশ্বাস, ‘‘আপনাদের কোনও চিন্তা নেই। আমি আপনাদের পাহারাদার হিসেবে আছি। এখানে এনপিআর, এনআরসি, সিএএ হবে না। আমরা এ সব করতে দেব না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement