বহরমপুরের মতো নন্দীগ্রামেও প্রশাসনের তরফে সভা করার অনুমতি না পাওয়ার অভিযোগ করল কংগ্রেস। সভা করার অনুমতি না পেয়ে দলের ব্লক সভাপতির জমিতেই মঞ্চ বেঁধে সভার প্রস্তুতি নিচ্ছে তারা। তৃণমূলের গড় নন্দীগ্রামে আগামী ২৮ নভেম্বর সভা করার কথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। নন্দীগ্রাম হাইস্কুল, নন্দীগ্রাম বাসস্ট্যান্ড, ডগলাসের মাঠ এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মঞ্চ—এই চার জায়গার মধ্যে যে কোনও একটিতে সভার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস। কিন্তু অনুমতি না পাওয়ায় নন্দীগ্রামের ব্লক সভাপতি শেখ আসরাফুতুল্লার ধান-জমিতেই অধীরের সভা করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। অধীর-ঘনিষ্ঠ কংগ্রেসের এক নেতার বক্তব্য, ‘‘কংগ্রেস যদি ক্ষয়িষ্ণু ও সাইনবোর্ডই হয়, তা হলে নন্দীগ্রামে সভার অনুমতি দিতে প্রশাসন ভয় পাচ্ছে কেন?’’