ফাইল চিত্র।
শ্রমিক সংগঠনগুলির ডাকা কাল, বৃহস্পতিবারের ধর্মঘটে সক্রিয় ভাবে যোগ দেওয়ার কথা জানাল পশ্চিমবঙ্গ গৃহ সহায়িকা ইউনিয়ন। করোনা-কাল ও লকডাউনের সময় থেকে গৃহ সহায়িকাদের কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, তা জানিয়ে সংগঠনের তরফে আগে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছিল। কাজ করতে যাতে অসুবিধা না হয়, তা দেখার এবং পরিবারপিছু মাসে আপৎকালীন ৭৫০০ টাকা সহায়তার দাবি তুলেছিল তারা। ইউনিয়নের সাধারণ সম্পাদিকা শিল্পী সরকার এবং কার্যকরী সভাপতি তথা সিটু নেতা ইন্দ্রজিৎ ঘোষ জানিয়েছেন, এখনও কোনও ব্যবস্থাই হয়নি। তাঁদের বক্তব্য, গৃহ সহায়িকারা কাল কাজ করতে বেরোবেন না।