—ফাইল চিত্র।
প্রায় দেড় মাস ধরে চলা লোকসভা ভোট এখন শেষ পর্যায়ে। এই দীর্ঘ সময় ধরে ভোট প্রক্রিয়া চলায় রাজ্য তথা দেশের প্রায় সব উন্নয়নমূলক কাজ বন্ধ রয়েছে। ভোট প্রক্রিয়া শেষ হলেই যাতে এ বিষয়ে দ্রুত কাজ শেষ করা যায়, সেই লক্ষ্যে জেলাভিত্তিক রাস্তার হাল জানতে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিল পূর্ত দফতর।
ধাপে ধাপে রাজ্যের যে সমস্ত জেলার ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে, সেই সমস্ত জায়গায় কাজের গুণমান যাচাইয়ের কাজ শুরু করতে চায় পূর্ত দফতর। সোমবার মুর্শিদাবাদ জেলার রাস্তার হাল তথা কাজের মান যাচাই করেছেন পূর্ত দফতরের আধিকারিকেরা। এর পর ধাপে ধাপের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান জেলায় যাবেন পূর্ত দফতরের আধিকারিকেরা। নবান্ন সূত্রে খবর, এই প্রতিনিধি দলে রয়েছেন পূর্ত সচিব অন্তরা আচার্য-সহ দফতরের বরিষ্ঠ ইঞ্জিনিয়াররা।
পূর্ত দফতরের আরও একটি সূত্র জানাচ্ছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় রাস্তার হাল ও কাজের মান যাচাই করতে যেতে চান পূর্ত দফতরের আধিকারিকেরা। কিন্তু সপ্তম দফায় ১ জুন উত্তর ২৪ পরগনার দুই ও দক্ষিণ ২৪ পরগনার চার আসনে ভোট। তাই মনে করা হচ্ছে, ৪ জুন ভোট গণনার কাজ শেষ হয়ে গেলে, ওই জেলাগুলিতে যেতে পারেন পূর্ত দফতরের প্রতিনিধিদলটি। পূর্ত দফতরের এক আধিকারিক বলেছেন, ‘‘নির্বাচনের আগে যে সমস্ত প্রকল্পের কাজ চালু হয়েছে, সেই সব কাজ চলছে। নতুন করে কোনও কাজ আমরা শুরু করতে পারিনি। তবে নির্বাচন চলাকালীন নবান্ন থেকে জেলায় গিয়ে গুণমান যাচাইয়ের কাজ চালানোর ক্ষেত্রে সমস্যা ছিল। রাস্তা থেকে শুরু করে বাড়ি, আমাদের সমস্ত কাজেই গুণমান ধরে রাখার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া দরকার। সেই সব কাজ ঠিক মতো হচ্ছে কি না এবং ভোটের কারণে রাস্তার রক্ষণাবেক্ষণের কাজ সে ভাবে করা যায়নি বলেই পূর্ত দফতরকে নজরদারির নির্দেশ দিয়েছে নবান্ন।’’