Dilip Ghosh

Dilip Ghosh: এক গাছে ‘অন্য ছাল’, ‘বেসুরো’দের কটাক্ষ দিলীপের

বিধানসভা ভোটে বিজেপি হেরে যাওয়ার পর থেকে প্রায় নিয়মিতই দলের ভিতর থেকে নানা ‘বেসুর’ ভেসে আসছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০২১ ০৫:২০
Share:

ফাইল চিত্র।

তৃণমূল থেকে বিজেপি-তে আসা ‘বেসুরো’ নেতাদের ‘অন্য গাছের ছাল’ বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Advertisement

বিধানসভা ভোটে বিজেপি হেরে যাওয়ার পর থেকে প্রায় নিয়মিতই দলের ভিতর থেকে নানা ‘বেসুর’ ভেসে আসছে। কখ‌নও রাজ্য বিজেপির সম্পাদক সব্যসাচী দত্ত বিধানসভা ভোটের প্রচারে অবাঙালি নেতাদের অতিরিক্ত আনাগোনা নিয়ে প্রকাশ্যে মুখ খুলছেন। কখনও চার্টার্ড বিমানে দিল্লি পৌঁছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে গিয়ে বিজেপিতে যোগদান করা রাজীব বন্দ্যোপাধ্যায় ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা তুলে ধরে পেট্রল-ডিজ়েলের দাম নিয়ে কেন্দ্রকে খোঁচা দিচ্ছেন। কখনও বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফেসবুক লাইভে আক্রমণ শানাচ্ছেন। এই সব কাণ্ড নিয়ে প্রশ্নের জবাবে দিলীপবাবু শুক্রবার অশোকনগরে বলেন, ‘‘অন্য গাছের ছাল লাগানো হয়েছিল। সেই ছাল খুলে পড়ছে! বিজেপি ভাঙছে না।’’

বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কেও এ দিন ফের কটাক্ষ করেছেন দিলীপবাবু। তিনি এ দিন ইকো পার্কে বলেন, ‘‘বাবুল সক্রিয় মন্ত্রী ছিলেন। কিন্তু মন্ত্রী থাকাকালীন তো মুখ্যমন্ত্রী কম গালমন্দ করেননি। মুখ্যমন্ত্রীর ধমক খেতে হত রোজ। এখন বাবুল হাঁফ ছেড়ে বেঁচেছেন!’’

Advertisement

দিলীপবাবুর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বাবুল বলেন, ‘‘রাজ্য সভাপতি হিসেবে উনি অনেক কিছুই বলে থাকেন— ওটা ওঁর অধিকার। তিনি আবারও বললেন, আমরা শুনলাম।’’ এর পরেই হেসে বাবুলের মন্তব্য, ‘‘কেন বললেন, আমি জানি, বুঝি। কিন্তু আমার কোনও প্রতিক্রিয়া নেই!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement