Kunal Ghosh

Dilip Ghosh-Kunal Ghosh: বিধানসভায় যা হয়েছে, ঠিক হয়েছে: দিলীপ, বিজেপি-রাজ্যপালের পরিকল্পনা ব্যর্থ: কুণাল

সোমবার বিধানসভার বাজেট অধিবেশনে বিজেপি-র হাঙ্গামার পর কোনও মতে বাজেট বক্তৃতার প্রথম এবং শেষ লাইন পড়ে বিধানসভা থেকে চলে যান রাজ্যপাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১১:৩৩
Share:

বিধানসভার বাজেট অধিবেশনে হাঙ্গামার পর তোলপাড় রাজ্য রাজনীতি। গ্রাফিক: শৌভিক দেবনাথ

সোমবার বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই বাজেট বক্তৃতার সময় সরকার-বিরোধী সঙ্ঘাতে উত্তাল হয় বিধানসভা কক্ষ। যা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড়। মঙ্গলবার যা নিয়ে মন্তব্য করতে গিয়ে বিজেপি-র লোকসভা সাংসদ তথা বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, ‘‘বিধানসভা অধিবেশনের প্রথম দিনে যা হয়েছে তা ঠিক হয়েছে।’’ উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, ‘‘বিজেপি-র বিধায়করা এবং রাজ্যপাল যোগসাজশ করে এটা করেছেন। পরিকল্পনা ছিল, বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাবেন আর রাজ্যপাল বক্তৃতা না দিয়েই চলে যাবেন। সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।’’

Advertisement

প্রসঙ্গত, সোমবার বিধানসভার বাজেট অধিবেশনে বিজেপি-র হাঙ্গামার পর কোনও মতে বাজেট বক্তৃতার প্রথম এবং শেষ লাইন পড়ে বিধানসভা থেকে চলে যান রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁকে বিদায় জানানোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘অবশেষে রাজ্যপাল নিজের বক্তৃতা করেছেন। পড়ার ইচ্ছে ছিল না বা কিছু একটা চাপ ছিল ওঁর উপর। আমি ঠিক জানি না।’’ তিনি আরও বলেন, ‘‘রাজ্যপাল বাজেট বক্তৃতা না দিলে বাজেট অধিবেশন শুরু হত না। রাজ্যপাল সমন ডেকে বাজেট অধিবেশন শুরু করার প্রক্রিয়া করেছেন। তাই তো উনি পড়তে এসেছেন। আমরা বলেছিলাম সবটা পড়ার দরকার নেই। আপনি একটা লাইন পড়ুন।’’

এই ঘটনার প্রেক্ষিতে দিলীপ মঙ্গলবার বলেন, ‘‘বিধানসভায় যা হয়েছে, ঠিক হয়েছে। যেখানে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, সেখানে এটা সহ্য করতে হবে। বিরোধীদের বলার জায়গা নেই, তাই বিরোধীদের বিধানসভাতেই বলতে হবে।’’

Advertisement

এই প্রসঙ্গে কুণালের কটাক্ষ, ‘‘যারা রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছে, তারাই এমন করে। তৃণমূল বিধায়করা জোড়হাত করে রাজ্যপালকে সৌজন্য দেখিয়েছেন। মুখ্যমন্ত্রী নিজে রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন। আসলে বিজেপি-র কিছু করার ক্ষমতা নেই, তাই এই সব করছে। তবে এই ভাবে বিশৃঙ্খলা তৈরি করার বিজেপি-র পরিকল্পনা সফল হয়নি।’’

পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন দিলীপ। দিলীপের দাবি, ‘‘বাংলার সমাজে মহিলারা সম্মান পান না। বাংলায় মহিলারা অত্যাচারিত হলে থানায় অভিযোগ নেওয়া হয় না। এখানে এই ঘটনা সব থেকে বেশি হয়।’’

উত্তরে কুণালের কটাক্ষ, ‘‘দিলীপবাবুর নিশ্চয়ই মনে আছে, বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র স্ত্রী, সুজাতা মণ্ডল যখন তৃণমূলে যোগ দিয়েছিলেন, সেই সময় সৌমিত্র প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করে সুজাতাকে বিবাহবিচ্ছেদের হুমকি দেন। যে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে নারী সুরক্ষা কী রকম, সেটা একবার উনি দেখুন। আর কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, বাংলায় নারীরা অনেক বেশি সুরক্ষিত, সেটাও সম্ভবত উনি জানেন না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement