সিকিমে দিলীপ ঘোষ
রাজ্য রাজনীতি থেকে তাঁর দূরত্ব বৃদ্ধি নিয়ে জল্পনার মধ্যেই সিকিমে গিয়ে উঠলেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। রবিবার বেলার দিকে তীব্র দাবদাহে পুড়তে থাকা বাংলা ছেড়ে সন্ধ্যার কিছু আগে সিকিমের রংপোতে পৌঁছে গিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। প্রকাশ্যে আসা ছবিতে দেখা যাচ্ছে, হিমালয়ের কোলে পর্বতঘেরা সিকিমের সৌন্দর্য নিভৃতে দেখছেন তিনি।
গত বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর আচমকাই দিলীপকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর পর বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার দলের সভাপতি হতেই রাজ্য নেতৃত্বের সঙ্গে দিলীপের দূরত্ব বাড়তে থাকে। সম্প্রতি সুকান্তের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে গেরুয়া শিবিরকে অস্বস্তিতেও ফেলেছিলেন মেদিনীপুরের সাংসদ। তা নিয়ে দলের অন্দরে নানা জল্পনার মধ্যেই দিলীপকে বাংলা ছাড়া দেশের আট রাজ্যের সাংগঠনিক দায়িত্ব সামলানোর নির্দেশ দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের লক্ষ্যে গোটা দেশেই ‘বুথ সশক্তিকরণ অভিযান’ শুরু করছে বিজেপি। সেই কাজেই দু’দিনের সিকিম সফরে গিয়েছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। সূত্রের খবর, সোমবার গোটা দিন রংপোতে কাটিয়ে বাংলায় ফিরে আসবেন দিলীপ। সিকিমের বিজেপি নেতাদের সঙ্গে তাঁর বৈঠক করারও কথা রয়েছে। দিলীপ বলেন, ‘‘দু’দিন থেকেই বাংলায় ফিরব। বুধ ও বৃহস্পতিবার নড্ডাজি (বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নড্ডা)-র বাংলা সফর রয়েছে। তার পর আবার আমার সফর শুরু হবে।’’