তালিবান যোগ দেখছেন দিলীপ
আফগানিস্তানে তালিবান হামলা নিয়ে তোলপাড়ের মধ্যেই কলকাতায় উদ্ধার হল বড় অঙ্কের আফগান মুদ্রা। ওই মুদ্রা উদ্ধারের পাশাপাশি বিবাদি বাগ এলাকা থেকে দু’জনকে গ্রেফতারও করেছে পুলিশ। আর সেই খবর নিয়ে রাজনীতির আসরে বিজেপি। রবিবার দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ টুইট করে বলেন, ‘পশ্চিমবঙ্গেও এবার তালিবান যোগ! প্রশাসনিক ব্যর্থতা এতটাই যে, তালিবানি সন্ত্রাসের আঁচ এসে পড়ছে এই রাজ্যেও।’ একই সঙ্গে তাঁর প্রশ্ন, ‘রাজ্যবাসীর সুরক্ষা নিয়ে আর কত ছেলেখেলা করবেন মাননীয়া?’
শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতায় কয়েকজন সন্দেহভাজনের কাছে প্রচুর পরিমাণে আফগানিস্তানের মুদ্রা রয়েছে বলে কয়েকদিন আগেই খবর পাওয়া যায়। সেই সূত্র ধরেই বিবাদি বাগ এলাকায় হানা দেন তাঁরা। দুই সন্দেহভাজনের কাছ থেকে উদ্ধার হয় ২৯ লক্ষ ৯০ হাজার আফগান মুদ্রা। ভারতীয় মুদ্রায় এর মুল্য ২৫ লক্ষ ৮০ হাজার টাকা।
প্রসঙ্গত মধ্য ও দক্ষিণ কলকাতার অনেক জায়গায় আফগানিস্তানের বাসিন্দারা থাকেন। কাবুলিওয়ালা হিসেবে পরিচিত সেই আফগানরা ঋণ দেওয়ার ব্যবসা করেন। সেই ব্যবসায় যাবতীয় লেনদেন হয় ভারতীয় মুদ্রায়। কিন্তু ধৃতদের কাছে এত পরিমাণে আফগান মুদ্রা কী করে এল, তা নিয়ে তদন্ত চলছে। ওই মুদ্রা নিয়ে চোরাপথে পাকিস্তান থেকে কেউ পালিয়ে এসেছেন কি না, তার খোঁজও নিচ্ছেন বলে জানা গিয়েছে।