বিজেপি নেতা সুখবীর সিংহ অটওয়াল। ফাইল চিত্র।
খড়্গপুরে নিজের দলের প্রাক্তন পুর প্রতিনিধিকে ল্যাম্প পোস্টে বেঁধে রাখার নিদান দিয়েছিলেন। মঙ্গলবার দিলীপের সেই কথা ধরেই ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা সুখবীর সিংহ অটওয়াল। বললেন, ‘‘ক্ষমা চাইতে হবে দিলীপ ঘোষকে। না হলে অন্য কিছু ভাবব।’’
খড়্গপুরে রাস্তায় জমা জল নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ে নিজের দলের প্রাক্তন পুর প্রতিনিধিকেই ল্যাম্পপোস্টে বেঁধে রাখার নিদান দিয়েছিলেন সাংসদ দিলীপ ঘোষ। বলেছিলেন, ‘‘দরকার পড়লে পুর প্রতিনিধির বাড়ির সামনে মলত্যাগ করে আসুন।’’ ঘটনাচক্রে যে এলাকার ঘটনা এটি, সেই এলাকার প্রাক্তন পুর প্রতিনিধি সুখবীরের স্ত্রী, বিজেপি-র সুখরাজ কউর। স্বাভাবিক ভাবে ঘটনা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন সুখবীর। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘‘আমরা বিজেপি। মহিলাদের সম্মান দিই। কিন্তু উনি সাংসদ হয়ে যা বলেছেন, তা ওঁর মুখে এ কথা শোভা পায় না। আমি চাই উনি এসে আমার স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে যান। যদি উনি ক্ষমা না চান, তা হলে আমরা অন্য কিছু চিন্তা ভাবনা করব।’’
খড়্গপুর পুরসভার পুর প্রশাসক ও প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকারও দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘‘ঘটনাটি নিন্দনীয়। আমরা মেনে নিচ্ছি না। মহিলাকে এ ভাবে আক্রমণ করা মানতে পারছি না। আমাদের সাংসদ এমন না বললেই ভাল করতেন।’’