ফাইল চিত্র।
রাজ্যে ‘আগামী ৫০ বছর ক্ষমতায় থাকা’র সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। তারই প্রথম ধাপ হিসেবে সোমবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষের সঙ্গে দিল্লিতে বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় এবং রাজ্যের সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। বৈঠকে রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং আর এক কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশও ছিলেন। বৈঠকের পরে দিলীপ বলেন, ‘‘অমিত শাহের কথামতো আমরা ৪০-৫০ বছর ক্ষমতায় থাকার মতো সংগঠন গড়ার চেষ্টা করছি।’’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এবং সন্তোষ দু’জনেই পশ্চিমবঙ্গে সাংগঠনিক বৈঠক সেরে দিল্লি ফিরেছেন শুক্রবার। তার তিন দিনের মধ্যেই ফের সন্তোষের সঙ্গে বৈঠক কেন? দিলীপ বলেন, ‘‘কোভিডের জন্য সংগঠনের কিছু কাজ থেকে আমরা চার-পাঁচ মাস একটু দূরে ছিলাম। ফলে এখন আপৎকালীন পরিস্থিতিতে যে সব কাজ করতে হবে, পশ্চিমবঙ্গের বৈঠকে তার একটা সূচি তৈরি হয়েছিল। তা নিয়েই সবিস্তার আলোচনা আজকের বৈঠকে হল। আবার কয়েক দিন পর আমরা পশ্চিমবঙ্গে আলোচনায় বসব।’’
দিলীপ আগেই জানিয়েছিলেন, রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত বুথগুলিতে তাঁদের সংগঠন এখনও দুর্বল। বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি হাজী জামাল সিদ্দিকি এ দিন কলকাতায় বলেন, ‘‘এ রাজ্যে ২০২১-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বুথকে মজবুত করাই আমাদের উদ্দেশ্য। বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তোলা হয়। কিন্তু সংখ্যালঘুরা বুঝতে পারছেন ওই অভিযোগ সত্য নয়। আমরাও সে কথাই বোঝাব।’’
আরও পডুন: মমতা যেতে পারেন বাইডেনের আমেরিকায়