ফরওয়ার্ড ব্লক ও জেডিইউ-এর আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস পালন নিজস্ব চিত্র।
আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বসুকেই দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তাঁর সরকার কেন নেতাজি-রহস্য উন্মোচনে কোনও কার্যকরী পদক্ষেপ বা লালকেল্লায় আজাদ হিন্দ বাহিনীর সেনানীদের স্মারক প্রতিষ্ঠায় কিছু করছে না, সেই প্রশ্ন তুলল ফরওয়ার্ড ব্লক। নেতাজির আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার ৭৮ বর্যপূর্তি উদযাপন ছিল বৃহস্পতিবার। ময়দান এলাকায় আজাদ হিন্দ স্মারকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন ফ ব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস, কেন্দ্রীয় সম্রাদকমণ্ডলীর সদস্য হাফিজ আলম সৈরানি-সহ দলের নেতারা। অন্য দিকে, জেডিইউ-এর উদ্যোগে এ দিন মৌলালি মোড়ে পালিত হয়েছে আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস। সেখানে ছিলেন নেতাজি গবেষক পূরবী রায়, বিহারের জেডিইউ-এর সাধারণ সম্পাদক সন্তোষ কুমার কুশওয়াহা, দলের রাজ্য সভাপতি অমিতাভ দত্ত প্রমুখ। ওই অনুষ্ঠানে বক্তাদের অনেকের দাবি, আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস ২১ অক্টোবরকেই প্রকৃত স্বাধীনতা দিবসের মর্যাদা দেওয়া হোক।