— ফাইল চিত্র।
দিল্লির চলমান কৃষক আন্দোলনের সমর্থনে এ বার লাগাতার ধর্না কর্মসূচি শুরু হতে চলেছে এ রাজ্যে। ওই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘অন্নদাতাদের সংহতিতে বাংলা’। ধর্মতলা চত্বরে কেন্দ্র-বিরোধী ওই অবস্থানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে সব গণ-সংগঠন এবং শুভবুদ্ধিসম্পন্ন সব মানুষকে।
কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির রাজ্য শাখার ডাকে ধর্মতলা চত্বরে অবস্থান শুরু হবে আগামী ৯ জানুয়ারি থেকে। আরও বড় আকারে রানি রাসমণি অ্যাভিনিউয়ে তিন দিনের অবস্থান হবে আগামী ২০ থেকে ২২ জানুয়ারি। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ২৩ জানুয়ারি পালন করা হবে ‘আজাদ হিন্দ কিযাণ দিবস’ এবং ২৬ জানুয়ারি ‘কৃষক প্রজাতন্ত্র দিবস’ হিসেবে। সংবিধান রক্ষার আহ্বানে এবং কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ২৬ তারিখ জেলায় জেলায় ট্রাক্টর নিয়ে কৃষক মিছিল হবে। সমন্বয় কমিটির রাজ্য শাখার আহ্বায়ক অমল হালদার এবং সম্পাদক কার্তিক পালের বক্তব্য, তাঁরা রাজ্য সরকারের কাছেও ‘জন-বিরোধী’ কেন্দ্রীয় কৃষি আইনকে প্রতিহত করার উপযোগী আইন প্রণয়নের দাবি করছেন। রাজ্যে অবস্থান কর্মসূচি চলাকালীনই আগামী ১৩ তারিখ সর্বত্র কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিলিপি জ্বালিয়ে প্রতিবাদ করা হবে বলেও তাঁরা জানিয়েছেন।