টুকরো খবর

সংখ্যার ভিত্তিতে মুসলিম এবং অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য সংরক্ষণ-সহ ১৬ দফা দাবিকে সামনে রেখে লোকসভা ভোটে প্রার্থী দিল সিদ্দিকুল্লা চৌধুরীর দল ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউডিএফ)। মুসলিম ও দলিতদের জন্য অধিকার আদায়ের লড়াইয়ে তারা পাশে পেয়েছে বহিষ্কৃত সিপিএম নেতা আব্দুর রেজ্জাক মোল্লাকে। ১৯ মার্চ বসিরহাটে রেজ্জাকের সামাজিক ন্যায়বিচার মঞ্চের সঙ্গে কনভেনশন করছে তারা।

Advertisement
শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৪ ০৩:৫৯
Share:

প্রার্থী দিলেন সিদ্দিকুল্লারা

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

সংখ্যার ভিত্তিতে মুসলিম এবং অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য সংরক্ষণ-সহ ১৬ দফা দাবিকে সামনে রেখে লোকসভা ভোটে প্রার্থী দিল সিদ্দিকুল্লা চৌধুরীর দল ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউডিএফ)। মুসলিম ও দলিতদের জন্য অধিকার আদায়ের লড়াইয়ে তারা পাশে পেয়েছে বহিষ্কৃত সিপিএম নেতা আব্দুর রেজ্জাক মোল্লাকে। ১৯ মার্চ বসিরহাটে রেজ্জাকের সামাজিক ন্যায়বিচার মঞ্চের সঙ্গে কনভেনশন করছে তারা। পরের বিধানসভা ভোটে রেজ্জাকের ওই মঞ্চের সঙ্গে আসন সমঝোতাতেও সিদ্দিকুল্লারা আগ্রহী। আপাতত বসিরহাট, রায়গঞ্জ, মালদহ উত্তর ও দক্ষিণ, উলুবেড়িয়া, জয়নগর, শ্রীরামপুর ও বালুরঘাট এই ৮টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। তার মধ্যে বসিরহাটে প্রার্থী সিদ্দিকুল্লা নিজেই। বদরুদ্দিন আজমলের নেতৃত্বে তাঁর রাজ্য অসমেও ৮টি আসনে প্রার্থী দিচ্ছে ইউডিএফ। পরে মুর্শিদাবাদের কয়েকটি আসন-সহ এ রাজ্যের আরও কিছু কেন্দ্রে প্রার্থী দেবে তারা।

Advertisement

শ্লীলতাহানির অভিযোগে ধৃত

নিজস্ব সংবাদদাতা • ভাঙড়

এক মহিলা গ্রাহকের শ্লীলতাহানির অভিযোগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজারকে গ্রেফতার করল পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কাশীপুরে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম প্রবোধ কুমার সিনহা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার স্বামী ওই ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু তিনি অসুস্থ থাকায় ঋণের কিস্তির টাকা দিতে ব্যাঙ্কে যেতেন ওই মহিলা। তাঁর অভিযোগ, সেই সুযোগে ওই ম্যানেজার তাঁকে কুপ্রস্তাব দিতেন, তাঁকে নিজের ঘরে পেয়ে হাত ধরে টানাটানি করতেন। এমনকী তাঁর বাড়িতে গিয়েও কুপ্রস্তাব দিতেন। এ দিন মহিলার অভিযোগ পেয়ে ম্যানেজারকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মহিলার মোবাইলে রেকর্ড করা ম্যানেজারের সঙ্গে কথোপকথন থেকে এটা পরিষ্কার যে মহিলাকে তিনি কুপ্রস্তাব দিয়েছিলেন।

এসএসসি-র জন্য পরীক্ষার দিন বদল হল

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

৯ মার্চের বদলে ২৯ মার্চ এসএসসি পরীক্ষা স্থির হওয়ায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি, বিকম পার্ট ৩-র অনার্স ও পাশ পাঠ্যক্রমের সমস্ত পরীক্ষার দিন বদলে ৫ এপ্রিল হবে। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের বাকি পরীক্ষা নির্ধারিত সূচি মেনে ২৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক মানিক চক্রবর্তী জানান, পার্ট ৩-র সমস্ত প্রাকটিক্যাল পরীক্ষা ৩০ এপ্রিলের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু লোকসভা নির্বাচনের জন্য পরীক্ষার দিন পরিবর্তিত হয়েছে। প্র্যাকটিকাল পরীক্ষা শুরু হবে ২২ মে থেকে, চলবে ৪ জুন পর্যন্ত। এ প্রসঙ্গে মানিকবাবু এ দিন বলেন, “পরীক্ষার দিন পরিবর্তনের কথা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে। প্রতিটি কলেজেও আজ, বৃহস্পতিবার থেকে এই বিজ্ঞপ্তি পাঠিয়ে দেওয়া হবে। পার্ট-১ ও ২-এর পরীক্ষা জুন মাসের প্রথম সপ্তাহে শুরু করার চেষ্টা চলছে।”

ছাত্রের ব্যাগে মিলল কার্তুজ

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

ক্লাস চলাকালীন অষ্টম শ্রেণির এক ছাত্রের ব্যাগ থেকে একটি কার্তুজ মেলায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায় জয়নগরের দক্ষিণ বেলে দুর্গানগর কৃষ্ণকলি হাইস্কুলে। কার্তুজটি দেখে ফেলে ওই ছাত্রের সহপাঠীরা। স্কুল কর্তৃপক্ষ পুলিশ ডাকেন। স্কুল পরিচালন সমিতির সদস্য জয়দেব পুরকাইত জানান, কার্তুজ সে কী ভাবে পেল, তার সদুত্তর ছাত্রটি দিতে পারেনি। প্রধান শিক্ষক সামসুল হক হালদার বলেন, “ওই ছাত্রের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।”

প্রতিবাদী দুই বৃদ্ধা প্রহৃত

রাস্তায় ভ্যানচালককে মারধরের প্রতিবাদ করেছিলেন আরোহী দুই বৃদ্ধা। তার জেরে তাঁদেরও মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল তিন জনের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে হাসনাবাদের টাকির ওই ঘটনায় এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী-সহ দু’জনকে পুলিশ আটক করে। হাসপাতালে দুই বৃদ্ধার চিকিৎসা হয়। পুলিশি সূত্রের খবর, দুপুরে ব্যাঙ্ক থেকে বার্ধক্য ভাতা তুলে ভ্যানে ফিরছিলেন ষাটোর্ধ্ব দুই বৃদ্ধা। মোটরবাইক আরোহী তিন মত্ত যুবক ভ্যানটিতে ধাক্কা মারে। অভিযোগ, মোটরবাইক আরোহীরা ভ্যানচালককে মারধর শুরু করলে দুই বৃদ্ধা রুখে দাঁড়ান। তাঁদেরও পেটানো হয়, কাপড় ছিঁড়ে যায়। দুই বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে প্রহৃত হন দুই দোকানিও। ভিড় জমে গেলে তারা পালায়। বাসিন্দারা হামলকারীদের গ্রেফতারের দাবিতে কলেজ রোড অবরোধ করেন। পুলিশ আসে। দু’জনকে আটক করা হলে অবরোধ ওঠে। বাসিন্দাদের অভিযোগ, তিন অভিযুক্ত এতটাই নেশাগ্রস্ত ছিল যে মোটরবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা মারে।

নির্বাচন কর্মীকে মারধরের অভিযোগ বাদুড়িয়ায়

এক মহিলা ও তাঁর স্বামীকে মারধরের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। বাদুড়িয়ার পূর্ব নাটুরিয়া গ্রামের চন্দ্রার মোড়ে মঙ্গলবার বিকেলে ওই ঘটনায় গুরুতর জখম অনিমা বিবি ও তাঁর স্বামী জাকিন হোসেনকে রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই দিন বিকেলে স্বামীর মোটর সাইকেলে করে নির্বাচনী দফতরের উদ্দেশ্যে বেরিয়েছিলেন পূর্ব নাটুরিয়া গ্রামের বাসিন্দা অনিমা বিবি। আইসিডিএস কর্মী অনিমা বর্তমানে বিএলও (ব্লক লেবেল অফিসার) হিসাবে নির্বাচনের কাজ করছেন। তাঁর অভিযোগ, ভোটের কাগজ জমা দেওয়ার জন্য তিনি স্বামীর বাইকে চেপে যাচ্ছিলেন। চন্দ্রার মোড়ে দু’ যুবক তাঁদের গাড়ি আটকায়। তারপর তাঁদের মারধর করে। বাধা দিলে তাঁর কাছে থাকা ভোটের কাগজ ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। জাকির বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যেই আমাদের মারধর করে ভোটের কাগজ ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ জানিয়েছি।” অন্যদিকে, বুধবার দুপুরে বাদুড়িয়া পুরসভার তৃণমূল কাউন্সিলাক জলিল মোল্লা ও তাঁর দুই ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে। সকলকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন তাঁরা।

আত্মহত্যা করেনি ছেলে, দাবি বাবার

আত্মহত্যা করেনি ছেলে, গুয়াহাটি আইআইটির ছাত্র শোয়েব আহমেদের মৃত্যুতে এমনটাই দাবি করলেন তাঁর বাবা মুস্তাক আহমেদ। মঙ্গলবার আইআইটির হস্টেলে বসিরহাটের বাসিন্দা ওই ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ২০১৩ সালে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পরে গুয়াহাটি আইআইটিতে ভর্তি হয় গণিতের ওই ছাত্র।

দুর্ঘটনায় জখম প্রার্থী

তাঁর নামে দেওয়াল লিখন চলছে জোর কদমে। দলীয় আলোচনাতেও বারবার উঠে আসছে তাঁর নাম। কিন্তু যাঁকে নিয়ে এতকিছু সেই রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত বর্মণ কোথায়? দলীয় সূত্রে জানানো হয়েছে, গত শনিবার সকালে কৃষ্ণনগরে বাড়ির কাছে পথ দুর্ঘটনায় জখম হয়েছেন পেশায় চিকিত্‌সক সৌগতবাবু। ঘাড়েও আঘাত পেয়েছেন। কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। এখন আত্মীয়ের বাড়িতে রয়েছেন। বললেন, “চিকিত্‌সকের নির্দেশে বিশ্রামে আছি। খুব শীঘ্র রানাঘাটে ফিরে প্রচার শুরু করে দেব।”

জখম তিন শিশু

বোমাকে বল ভেবে খেলতে গিয়ে গুরুতর জখম হল তিন শিশু। তাদের ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। বুধবার সন্ধ্যায় নদিয়ার শান্তিপুরের ফুলিয়া বালিগর্ত এলাকার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মাঠের পাশে একটি ঝোপে একটা বোমা পড়ে থাকতে দেখে সেটাকে বল ভেবে ওই তিন শিশু যাওয়ায় এই বিপত্তি। বোমাটি কোথা থেকে এল এবং কারা, কী উদ্দেশে সেটা ওই জায়গায় রেখেছিল সবই পুলিশ খতিয়ে দেখছে।

সাঁকরাইল ও পাঁচলায় নটআউট ফুটবল টুর্নামেন্ট

প্রবল উত্তেজনার মধ্যে গত রবিবার হাওড়ার পাঁচলা ও সাঁকরাইলে দু’টি নক-আউট ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। পাঁচলার খেলাটি হয় গোন্দলপাড়া চণ্ডীমাতা বয়েজ সমিতির উদ্যোগে। গোন্দলপাড়া ফুটবল ময়দানে ১৬টি দলের ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মাকড়দহ ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্প। ফাইনালে তারা ৪-৩ গোলে হারিয়ে দেয় হাওড়ার হাঁটাল নবোদয় মিলন সঙ্ঘকে। ম্যান অব দ্য ম্যাচ হন চ্যাম্পিয়ন দলের ইবরান খান। ম্যান অব দ্য টুর্নামেন্ট হাঁটাল নবোদয়ের নব মণ্ডল। প্রতিযোগিতার উদ্বোধন করেন পাঁচলার প্রাক্তন বিধায়ক তথা গঙ্গাধরপুর স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা সন্তোষ দাস। সাঁকরাইলের খেলাটি হয় ধুলাগড়ি নেতাজি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে। ক্লাবেরই মাঠে হাওড়া ও হুগলির আটটি দলের ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নতিবপুর নবীন সঙ্ঘ। ফাইনালে তারা ৩-১ গোলে হারায় বালি এফসিসি-কে। ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হন যথাক্রমে চ্যাম্পিয়ন দলের গোপাল পোদ্দার এবং জয়।

শিশুমেলা উদয়নারায়ণপুরে

সম্প্রতি হাওড়ার উদয়নারায়ণপুরের ভবানীপুর বিবেকানন্দ স্কাউট অ্যান্ড গাইড-এর উদ্যোগে হয়ে গেল শিশুমেলা। ভবানীপুর ঊষা নিকেতন প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়। এই উপলক্ষে শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে। গান, নাচ, আবৃত্তি, অঙ্কন, ক্যুইজ প্রতিযোগিতায় দু’শোরও বেশি প্রতিযোগী সামিল হয়। শিশুদের জন্য ছিল স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা এবং তাদের আঁকা ছবির প্রদর্শনী। মেলার উদ্বোধন করেন সাহিত্যিক দিলীপ বসু।

এমএড চালু হচ্ছে কলেজে

আগামী জুলাই মাস থেকে পাঁচলার গঙ্গাধরপুর বি এড কলেজে চালু হচ্ছে এম এড পাঠ্যক্রম। কলেজ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এললাকার ছাত্রছাত্রীদের প্রয়োজনের কথা মাথায় রেখে ভুবনেশ্বরের এনসিটিই (ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন) ওই পাঠ্যক্রমের অনুমোদন দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement