সোমবার রাতে দমদম বিমানবন্দরে এই বিমানটি নিয়ে আসা হয়েছে ফাইল চিত্র
কোনও রকম যান্ত্রিক গোলযোগ নয়, বরং পরিষেবা সংক্রান্ত গোলমাল থাকায় এয়ার ইন্ডিয়ার বিমান নিয়ে আসা হল কলকাতায়। বিমানে ওঠার পর এক যাত্রী লক্ষ করেন, সিটের হাতল ভাঙা, বিমানের ভিতরেও নোংরা। সঙ্গে সঙ্গে নেটমাধ্যমে ছবি পোস্ট করেন তিনি। সোমবার এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) টাটা গ্রুপকে বিমান সারাইয়ের নির্দেশ দেয়।
আধিকারিকরা জানিয়েছেন, ভিটি-ইডিএফ রেজিস্ট্রেশন নম্বরের অন্তর্গত এ৩২০ বিমানের ছবি পোস্ট করেছেন ওই যাত্রী।
সোমবার রাতে দমদম বিমানবন্দরে এই বিমানটি নিয়ে আসা হয়েছে এবং ওই সময়েই সারাইয়ের কাজ চলেছে।
প্রসঙ্গত, বুধবার স্পাইসজেট বিমান সংস্থার বিরুদ্ধেও অভিযোগ করেন এক যাত্রী। নোংরা সিট, কেবিন প্যানেলে গন্ডগোল থাকায় ডিজিসিএ নির্দেশ দেয় বিমান সারাইয়ের। ২৪ ঘণ্টা পর আবার বিমানটি যাত্রা শুরু করে।