Dev

ভোটের আগে ফের দেব-দর্শন 

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সামনেই পুরভোট। দেবের নিবার্চনী এলাকায় মধ্যে থাকা ঘাটাল ও খড়ার পুরসভাতেও ভোট হওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ০৭:২৮
Share:

দেব। —ফাইল চিত্র

আজ, বৃহস্পতিবার একাধিক কর্মসূচিতে যোগ দিতে ঘাটালে আসবেন তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। দুপুরে দাসপুরের মিলন মঞ্চে এক অনুষ্ঠানে যোগ দেবেন সাংসদ। বিকেলে ঘাটাল শহরের কুশপাতায় সাংসদ কার্যালয় ছুঁয়ে ঘাটাল ব্লকের দেওয়ানচক গ্রাম পঞ্চায়েতের কনকপুরে প্রস্তাবিত সেতুর শিলান্যাস করবেন।

Advertisement

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সামনেই পুরভোট। দেবের নিবার্চনী এলাকায় মধ্যে থাকা ঘাটাল ও খড়ার পুরসভাতেও ভোট হওয়ার কথা। আপাতত সে দিকে নজর রেখেই নিজের কেন্দ্রে সময় দিচ্ছেন তৃণমূলের তারকা সাংসদ। মাসখানেক আগে তিনি ঘাটাল শহরের কুশপাতায় নিজের সাংসদ কাযার্লয়ের উদ্বোধন করেছিলেন।

সাংসদের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর দুটোয় দাসপুর মিলন মঞ্চে দাসপুর-১ ব্লক প্রশাসনের উদ্যোগে তফসিলি জাতি-উপজাতিদের শংসাপত্র বিতরণের সূচনা করবেন তিনি। তারপরে কুশপাতায় সাংসদ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। তারপরে যাবেন কনকপুরে। সেখানে তাঁর সাংসদ কোটার টাকায় একটি ছোট সেতু তৈরি হওয়ার কথা। এছাড়া ডেবরায় এক মেলাতেও যোগ দেওয়ার কথা রয়েছে দেবের। ঘাটালের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না বলেন, “ঘাটাল ব্লকের কনকপুরে ৪৫ লক্ষ টাকা খরচ করে একটি সেতু তৈরি হবে। সাংসদ নিজে ওই কাজের তদারকি করবেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement