প্রতীকী ছবি।
মহম্মদবাজারে প্রস্তাবিত ডেউচা-পাঁচামি কয়লাখনি শিল্প আলাপ-আলোচনার মধ্যে দিয়েই গড়ে উঠবে আশা করছে বীরভূম জেলা প্রশাসন। সোমবার বীরভূম জেলাশাসক বিধান রায় জানান, ডেউচা-পাঁচামি কয়লাখনি নিয়ে আলোচনার পথ খুলে রেখেছে রাজ্য সরকার। আলোচনার মধ্যে দিয়েই এই এলাকায় অন্যান্য কয়লাখনি শিল্প গড়ে উঠেছে। এ বার সে পথেই ডেউচা-পাঁচামিতে কয়লাখনি প্রকল্পের রূপায়ণ হবে।
প্রশাসন সূত্রে খবর, রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা পুনর্বাসন প্যাকেজের হ্যান্ডবিল তৈরি করা হয়েছে। সেই হ্যান্ডবিল বাংলা এবং অলচিকি, এই দুই ভাষাতেই ছাপানো হয়েছে। এ বার তা এলাকার মানুষদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। প্যাকেজ সংক্রান্ত খুঁটিনাটি বিষয় স্থানীয়দের বুঝতে যাতে অসুবিধে না হয়, সে জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বীরভূমের জেলাশাসক।
প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন আদিবাসী গাঁওতা সংগঠনের সম্পাদক রবিন সরেনও। তিনি বলেন, ‘‘সরকার যে পদক্ষেপ করেছে, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আলোচনার পর সমস্ত দিক বিচার-বিবেচনা করে এই কয়লাখনি গ়ড়ার কাজে এগোক সরকার। কোন পদক্ষেপের আগে যেন আমাদের সঙ্গে সরাসরি কথা বলা হয়।’’