Desun Hospital

জরিমানা ১০ লাখ, আপাতত নেওয়া যাবে না অগ্রিম, ডিসানের বিরুদ্ধে পদক্ষেপ কমিশনের

শুনানিতে কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, ‘‘চিকিৎসার নামে বেশ কিছু বেসরকারি হাসপাতালে রীতিমতো লুঠতরাজ চলছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২০ ২১:৫১
Share:

প্রতীকী চিত্র।

তমলুকের বাসিন্দা বছর ষাটের লায়লা বিবির পরিবারের কাছ থেকে চিকিৎসার আগে প্রায় তিন লক্ষ টাকা অগ্রিম নেওয়ার ঘটনায় ডিসান হাসপাতালকে ১০ লক্ষ টাকা জরিমানা করল রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। ওই ঘটনায় স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করেছিল। বুধবার সেই মামলার শুনানিতে কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, ‘‘চিকিৎসার নামে বেশ কিছু বেসরকারি হাসপাতালে রীতিমতো লুঠতরাজ চলছে।’’

Advertisement

এ দিনের শুনানি শেষে সিদ্ধান্ত হয়, হাসপাতালকে ওই ঘটনার জন্য ১০ লক্ষ টাকা আগামী ১৪ দিনের মধ্যে দু’দফায় জরিমানা হিসেবে কমিশনের কাছে জমা রাখতে হবে। সেই টাকা ওই পরিবার ফেরত পাবে কি না তা তদন্ত শেষে বিবেচনা করবে কমিশন। তবে যত দিন এই তদন্ত চলবে তত দিন ডিসান হাসপাতাল কর্তৃপক্ষ কোনও ধরনের রোগীর কাছ থেকে এক পয়সাও অগ্রিম বাবদ নিতে পারবেন না।

শুনানির সময়ে কমিশনের বিচারপতি মন্তব্য করেন, ‘‘কোভিড পরিস্থিতি না থাকলে ডিসান হাসপাতাল অবিলম্বে সিল করে দেওয়া হত। কিন্তু সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে হাসপাতাল চালাতে দেওয়া হচ্ছে। তবে হাসপাতালকে সতর্ক করে দেওয়া হচ্ছে, কোনও রোগীর কাছ থেকে তারা আপাতত অগ্রিম নিতে পারবে না।’’

Advertisement

আরও পড়ুন: রাজ্যে করোনা সংক্রমণের হারে বাড়ছে উদ্বেগ, স্বস্তি সুস্থতায়

আরও পড়ুন: সংগঠিত ক্ষেত্রেও অশনি সঙ্কেত! করোনা পর্বে দেশে কাজ হারিয়েছেন ১.৮ কোটি স্থায়ী কর্মী​

শুনানির পর কমিশন ডিসান হাসপাতাল কর্তৃপক্ষকে একটি হলফনামা জমা দিতে বলেছে। পরবর্তী শুনানি আগে তা জমা দিতে হবে। কী পরিস্থিতিতে কেন সে দিন লায়লা বিবি চিকিৎসা পেলেন না, কেন হাসপাতালের দোরগোড়ায় থাকা সত্ত্বেও অ্যাম্বুল্যান্স থেকে তাঁকে নামিয়ে চিকিৎসা করা হল না, সে বিষয়ে হাসপাতালের বক্তব্য হলফনামা আকারে জানাতে বলেছে কমিশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement