রবিবারের তুলনায় সোমবার রাজ্যে কমেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। — ফাইল ছবি।
রবিবারের তুলনায় সোমবার রাজ্যে অনেকটাই কমল ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। যদিও তাতে স্বস্তি মিলল না। কারণ রবিবারের তুলনায় পরীক্ষাও কম হয়েছে রাজ্যে। সোমবার ডেঙ্গি পরীক্ষা হয়েছে ২,৩৭১ জনের। পজিটিভি রিপোর্ট এসেছে ৩৪৮ জনের।
রবিবার রাজ্যে ডেঙ্গি পরীক্ষা হয়েছিল ৪,৭৩৪ জনের। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৬৭৪। সেই তুলনায় সোমবার আক্রান্তের সংখ্যা কমলেও তা স্বস্তিদায়ক নয়। প্রসঙ্গত, রাজ্যে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যাও বেড়েছে।
সোমবারই কলকাতার দুই হাসপাতালে দু’জন ডেঙ্গি রোগীর মৃত্যু হয়েছে। সোমবার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ৩৬ বছর বয়সি এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কেষ্টপুরের বাসিন্দা। অন্য দিকে, কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। মৃতের নাম বুবাই হাজরা। ৩০ বছরের ওই যুবকের বাড়ি কলকাতার ট্যাংরা এলাকায়। ১ নভেম্বর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। রবিবার দক্ষিণ দমদমের নাগেরবাজার এলাকার এক হাসপাতালে এক মহিলার মৃত্যু হয়েছে। ৫৪ বছরের মহিলার নাম শিল্পী সাহা।
স্বাস্থ্য দফতরের অন্দরের রিপোর্ট বলছে, চলতি বছর জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত এই রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৫৭ জন। সামগ্রিক ভাবে রাজ্যে ডেঙ্গি সংক্রমণের হার ১২.৭ শতাংশ। এই নিয়ে রাজ্য সরকারের দিকেই আঙুল তুলেছে বিরোধী বিজেপি। রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। চিঠিতে ডেঙ্গি মোকাবিলার জন্য রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানোর আর্জি জানিয়েছেন তিনি।