—প্রতীকী ছবি।
পাটের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো-সহ বেশ কিছু দাবিতে জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার (জেসিআই) দ্বারস্থ হল ফরওয়ার্ড ব্লকের কৃষক সংগঠন সারা ভারত অগ্রগামী কিসান সভা। সংগঠনের নেতা ফরিদ মোল্লা, শুকদেব দে-সহ অন্যেরা কলকাতায় জেসিআই-এর পূর্বাঞ্চলীয় সদর দফতরে এই সংক্রান্ত দাবি জানিয়ে এসেছেন। সংগঠনের অভিযোগ, জেসিআই-এর কোনও ভূমিকা না থাকায় মূলত উত্তরবঙ্গে ফড়েদের দাপট দেখা যাচ্ছে। এর ফলে পাটচাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে জেসিআই-এর কাছে সংগঠনের দাবি, কুইন্টাল প্রতি পাটের ন্যূনতম সহায়ক মূল্য আপাতত ১২ হাজার টাকা করতে হবে। এ ছাড়াও, ভর্তুকি দিয়ে সার ও বীজ সরবরাহ, বাজারজাত করার জন্য উপযুক্ত পরিকাঠামো, ফড়েদের হাত থেকে চাষিদের বাঁচানো, দক্ষিণবঙ্গে ক্ষতিগ্রস্ত পাটচাষিদের ক্ষতিপূরণ দেওয়ার মতো এক গুচ্ছ দাবি জানানো হয়েছে।