MSP on Jute

পাটের সহায়ক মূল্য বৃদ্ধির দাবি

সংগঠনের অভিযোগ, জেসিআই-এর কোনও ভূমিকা না থাকায় মূলত উত্তরবঙ্গে ফড়েদের দাপট দেখা যাচ্ছে। এর ফলে পাটচাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৪ ০৮:৩৬
Share:

—প্রতীকী ছবি।

পাটের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো-সহ বেশ কিছু দাবিতে জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার (‌জেসিআই) দ্বারস্থ হল ফরওয়ার্ড ব্লকের কৃষক সংগঠন সারা ভারত অগ্রগামী কিসান সভা। সংগঠনের নেতা ফরিদ মোল্লা, শুকদেব দে-সহ অন্যেরা কলকাতায় জেসিআই-এর পূর্বাঞ্চলীয় সদর দফতরে এই সংক্রান্ত দাবি জানিয়ে এসেছেন। সংগঠনের অভিযোগ, জেসিআই-এর কোনও ভূমিকা না থাকায় মূলত উত্তরবঙ্গে ফড়েদের দাপট দেখা যাচ্ছে। এর ফলে পাটচাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে জেসিআই-এর কাছে সংগঠনের দাবি, কুইন্টাল প্রতি পাটের ন্যূনতম সহায়ক মূল্য আপাতত ১২ হাজার টাকা করতে হবে। এ ছাড়াও, ভর্তুকি দিয়ে সার ও বীজ সরবরাহ, বাজারজাত করার জন্য উপযুক্ত পরিকাঠামো, ফড়েদের হাত থেকে চাষিদের বাঁচানো, দক্ষিণবঙ্গে ক্ষতিগ্রস্ত পাটচাষিদের ক্ষতিপূরণ দেওয়ার মতো এক গুচ্ছ দাবি জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement