ফাইল চিত্র।
রাজ্যে নতুন করে যে ৮টি চটকল বন্ধ হয়ে গিয়েছে, অবিলম্বে তা খোলার দাবি করল এসইউসি। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যের অভিযোগ, চটকল মালিকেরা কাঁচা পাটের অভাবের অজুহাতে এক তরফা ভাবে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’ নোটিস ঝুলিয়ে দিচ্ছেন। এর ফলে অতিমারী পরিস্থিতির মধ্যেই প্রায় ৫৫ হাজার চটকল শ্রমিক কাজ হারিয়ে দুর্বিষহ অবস্থায় পড়েছেন। চণ্ডীবাবুর আরও অভিযোগ, কাঁচা পাটের অভাব সৃষ্টি হয়েছে মজুতদারি, কালোবাজারি ও বিদেশে রফতানির ফলে। এসইউসি-র দাবি, বন্ধ চটকল খুলে শ্রমিকদের কাজে ফেরানো নিশ্চিত করতে হবে এবং মালিকদের ‘স্বেচ্ছাচারিতা’ বন্ধ করতে হবে। প্রয়োজন অনুযায়ী কাঁচা পাট বাংলাদেশ থেকে আমদানি এবং এখানে মজুতদারি ও কালোবাজারি বন্ধ করার দাবিও তুলেছে তারা।