ফুড ডেলিভারি কর্মীদের প্রতিবাদ
দিনভর পরিশ্রম করেও ন্যায্য পাওনা মিলছে না, এই অভিযোগে কর্মবিরতিতে নামলেন ফুড ডেলিভারি কর্মীদের একাংশ। অর্ডার নেওয়ার ডিভাইস বন্ধ রেখে বুধবার বিধাননগরের রাস্তায় অবস্থানে বসেছিলেন তাঁরা। তাঁদের এই প্রতিবাদের পাশে দাঁড়িয়েছে সিটু প্রভাবিত জিআইজি ওয়াকার্স ইউনিয়ন। ফুড ডেলিভারি কর্মীদের বক্তব্য, খাবারের একটা অর্ডার পৌঁছে দিলে ৫ কিলোমিটার পর্যন্ত তাঁরা ১৫ থেকে ২০ টাকা পান। তার বেশি হলে প্রতি কিমি ৫ টাকা করে পাওয়া যায়। দিনে ১০ ঘণ্টা অনলাইন থাকলে এবং ন্যূনতম ৬টা ডেলিভারি করতে পারলে একটি ‘ইনসেনটিভ’ মেলে। তাঁরা কাজ করেন ‘ডেলিভারি পার্টনার’ হিসেবে, তাঁদের পিএফ, গ্র্যাচুইটি বা ইএসআই-এর সুযোগ নেই। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ১০-১২ ঘণ্টা রাস্তায় খাকলেও ৩০০ টাকা পর্যন্ত রোজগার হচ্ছে না এবং সংস্থাগুলি কথা বলতে চাইছে না। তাই এ দিন প্রতীকী প্রতিবাদে নেমেছিলেন ডেলিভারি কর্মীদের একাংশ।