দিল্লি-কাণ্ডের প্রতিবাদে মৌলালিতে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।
রাজধানী দিল্লির বুকে রাষ্ট্রীয় মদতে আরএসএস-বিজেপি হামলা ও হত্যাকাণ্ড চালাচ্ছে, এই অভিযোগে কলকাতায় প্রতিবাদ মিছিলের ডাক দিল সিপিএম। এন্টালি মার্কেট থেকে আজ, বুধবার বিকালে কলকাতা জেলা সিপিএমের উদ্যোগে মিছিল হবে পার্ক সার্কাস পর্যন্ত। দিল্লিকে অশান্তির কবলে ঠেলে দেওয়ার জন্য সঙ্ঘ-বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকেই এক সুরে দায়ী করেছেন বাম ও কংগ্রেস নেতারা। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য, ‘‘আরএসএস এবং তাদের গুন্ডাবাহিনীর তাণ্ডবে দিল্লিতে আগুন জ্বলছে। প্রাণহানি ঘটছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন তাঁর বন্ধু ডোনাল্ড ট্রাম্পের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট করতে ব্যস্ত!’’ বিরোধী দলনেতা আব্দুল মান্নানের বক্তব্য, ‘‘ধর্ম এবং সাম্প্রদায়িক ভেদাভেদের যে নীতি নিয়ে মোদী সরকার চলছে, তার জেরেই আগুন জ্বলছে। আরএসএসের বাহিনী প্রশাসনের মদতে অশান্তি বাধিয়ে যদি দেশকে গৃহযুদ্ধের পরিস্থিতির দিকে ঠেলে দেয়, তা হলে লড়াইটা সকলের জন্যই কঠিন হয়ে যায়। তবে এর জবাব মানুষই দেবেন।’’
দিল্লি-কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবারই মৌলালি মোড়ে বিক্ষোভে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল পোড়ায় সিপিআই (এম-এল) লিবারেশন।