State Government

আইপিএসের ক্যাডার না-বদলানোয় জরিমানা

২০১৩ ব্যাচের আইপিএস অফিসার লোগান্যায়াগি দিব্যা ভি পশ্চিমবঙ্গ ক্যাডারে যোগ দিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২০ ০৪:১৪
Share:

দিল্লি হাইকোর্ট।

পশ্চিমবঙ্গ ক্যাডারের এক মহিলা আইপিএস অফিসারকে তিন বছর ধরে ক্যাডার পরিবর্তনে ছাড়পত্র না দেওয়ায় রাজ্য পুলিশকে ২০ হাজার টাকা জরিমানা করল দিল্লি হাইকোর্ট। বিচারপতি বিপিন সাঙ্ঘি এবং বিচারপতি রজনীশ ভাটনগরের ডিভিশন এক রায়ে বলেছেন, হাইকোর্টের আদেশেই ২০১৩ ব্যাচের ওই অফিসার ওড়িশা ক্যাডারে যোগ দিতে পারবেন। রাজ্য পুলিশের আলাদা ছাড়পত্রের প্রয়োজন নেই। ওড়িশা সরকারও যাতে দিল্লি হাইকোর্টের আদেশটিই ‘ছাড়পত্র’ হিসেবে ধরে নেয়, তা-ও রায়ে উল্লেখ করেছে ওই ডিভিশন বেঞ্চ।

Advertisement

সূত্রের খবর, ২০১৩ ব্যাচের আইপিএস অফিসার লোগান্যায়াগি দিব্যা ভি পশ্চিমবঙ্গ ক্যাডারে যোগ দিয়েছিলেন। কিন্তু ওড়িশা ক্যাডারের আইপিএসের সঙ্গে তাঁর বিয়ে হওয়ায় তিনি সেই রাজ্যে চলে যেতে চান। তাঁর আবেদনে পশ্চিমবঙ্গ ও ওড়িশা সরকারের আপত্তি ছিল না। ফলে ২০১৭-এর ১২ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দিব্যাকে ওড়িশা ক্যাডারে ছেড়ে দেওয়ার নির্দেশ জারি করে। দু’বছর পেরিয়ে গেলেও নবান্ন এ নিয়ে কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। এর পর ওই আইপিএস ক্যাট-এ আবেদন জানান। ক্যাট তাঁর আবেদন মেনে নিয়ে রাজ্যকে নির্দেশ দেয়। তার পরও দিব্যাকে ওড়িশা যেতে দেয়নি সরকার। এর পর দিল্লি হাইকোর্টে মামলা করেন তিনি। গত ১২ জুন তিনি এক সন্তানের জন্ম দিয়েছেন। শিশুটি ‘প্রিম্যাচিওর’, এ অবস্থায় তাঁর স্বামীর কাছে থাকা প্রয়োজন। এ সব জেনে দিল্লি হাইকোর্ট রাজ্য পুলিশের ভূমিকাকে সমালোচনা করেছে। পাশাপাশি রাজ্যের কোনও রকম অনুমোদন ছাড়াই সরাসরি ওড়িশাতে দিব্যাকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement