Sukanta Majumdar

শুভেন্দুর পরে এ বার মামলা সুকান্তের নামে

আলিপুর আদালতের ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক মুস্তাক আলমের এজলাসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন রাজ্যসভার সাংসদ-চিকিৎসক শান্তনু সেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ ০৭:০৫
Share:

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মানহানির মামলা। ফাইল চিত্র।

রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতার বিরুদ্ধে মানহানির মামলা হল। তবে আলিপুর আদালতের বিচারক অনুপস্থিত থাকায় সোমবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলার শুনানি হয়নি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ওই মামলা করেছেন। বিচারক গত ১ ডিসেম্বর নির্দেশ দিয়েছিলান, শুভেন্দুকে ১৯ ডিসেম্বর অর্থাৎ এ দিন সশরীরে আদালতে হাজির হতে হবে। আদালতের খবর, আগামী ৪ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। শুভেন্দুর আইনজীবী প্রশান্ত মজুমদার বলেন, ‘‘আমার মক্কেলের সশরীরে হাজিরার ব্যাপারে কলকাতা হাই কোর্টের কিছু নির্দেশ আছে। শুনানি হলে সেগুলি এই আদালতে জানাতাম।’’

Advertisement

এ দিকে, এ দিনেই আলিপুর আদালতের ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক মুস্তাক আলমের এজলাসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন রাজ্যসভার সাংসদ-চিকিৎসক শান্তনু সেন। সাংসদের অভিযোগ, তাঁর ডাক্তারি পড়ুয়া মেয়েকে ঘিরে সুকান্ত টুইটারে মন্তব্য করেছেন। তার ফলে সাংসদের সম্মান নষ্ট হয়েছে। শান্তনুর আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায় ও বিপ্লব গোস্বামী জানান, ২৬ ডিসেম্বর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (২)-এর এজলাসে এই মামলার শুনানি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement