Kunal Ghosh

Kunal Ghosh: ত্রিশঙ্কুতে বোর্ড গঠনের সিদ্ধান্ত স্থানীয় ভাবে, নির্দলদের সিদ্ধান্ত নেবে রাজ্য কমিটি

বুধবার পুরভোটের ফল প্রকাশের পর বারাণসী রওনা হওয়ার আগে নির্দলদের দলে ফেরানো নিয়ে বার্তা দিয়েছিলেন দলনেত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘এই বিষয়ে আমি কিছু বলব না। পার্টি বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে। এটা সংখ্যায় খুব বেশি নয়। রাজ্য কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। অত্যন্ত ছোট বিষয়।’’

Advertisement

নিজস্ব সাংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২২ ১৯:৩২
Share:

ফাইল চিত্র।

রাজ্যের চারটি পুরসভার ভোটে ফলাফল ত্রিশঙ্কু হয়েছে। সেখানে কী ভাবে বোর্ড গঠন করা হবে তা নিয়ে দলের সিদ্ধান্ত জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পুর বোর্ড গঠনের জন্য সমর্থন নিয়ে সিদ্ধান্তের ভার স্থানীয় নেতৃত্বের উপর ছাড়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে নির্দলদের দলে ফেরানো হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য কমিটি।

Advertisement

বুধবার পুরভোটের ফল প্রকাশের পর বারাণসী রওনা হওয়ার আগে নির্দলদের দলে ফেরানো নিয়ে বার্তা দিয়েছিলেন দলনেত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘এই বিষয়ে আমি কিছু বলব না। পার্টি বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে। এটা সংখ্যায় খুব বেশি নয়। রাজ্য কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। অত্যন্ত ছোট বিষয়।’’

প্রসঙ্গত পুরভোটের আগে নির্দল সংক্রান্ত প্রশ্নের জবাবে তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, “দলের বিরুদ্ধে দাঁড়িয়ে, দলের প্রার্থীদের হারিয়ে জেতার স্বপ্ন দেখে যদি কেউ ভেবে থাকেন দলে ফিরে আসবেন, সেই ভাবনা সফল হবে না। কারণ, যাঁরা নির্দল হয়ে দাঁড়িয়েছেন, তাঁরা জিতবেন না। তেমনই ফিরে আসাও হবে না।”

Advertisement

তৃণমূলের দাবি, ত্রিশঙ্কু চাঁপদানি পুরসভায় বোর্ড গড়ার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে তারা। বিদায়ী পুর প্রশাসক সুরেশ মিশ্র বৃহস্পতিবার বলেন, ‘‘নির্দলদের নিয়ে আমরা বিন্দুমাত্র চিন্তিত নই। ইতিমধ্যেই জয়ী ছ’জন নির্দল কাউন্সিলর লিখিত ভাবে জানিয়েছেন, বিনা শর্তে তাঁরা তৃণমূলকে সমর্থন করবেন। বোর্ড তৃণমূলই গড়বে।’’

সূত্রে জানা গিয়েছে, রাজ্য নেতৃত্বের নির্দেশ পেয়ে ইতিমধ্যেই কিছু নির্দল প্রার্থীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন জেলা নেতারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement