সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক। নিউ টাউনে। —নিজস্ব চিত্র।
বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক দিয়ে এগোতে চাইছে দল। সেই সূত্রেই কংগ্রেসের ভূমিকা নিয়ে বিতর্ক আবার উঠে এল সিপিএমে। দলের দক্ষিণী অংশ মনে করছে, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য কংগ্রেসের হাত ধরা জরুরি নয়। অন্য অংশ আবার দলের লাইন না-বদলানোর পক্ষে।
আসন্ন পার্টি কংগ্রেসের আগে সিপিএমের কেন্দ্রীয় কমিটির শেষ বৈঠক বসেছে কলকাতার কাছে নিউ টাউনে। পার্টি কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রতিবেদন নিয়ে আলোচনা হচ্ছে এই বৈঠকে। সিপিএম সূত্রের খবর, শুক্রবার বৈঠকের প্রথম দিনে খসড়া প্রতিবেদন নিয়ে আলোচনার প্রথম পর্বে কেরলের নেতারা বলেছেন, কংগ্রেস ‘নরম হিন্দুত্বে’র কৌশল থেকে বেরোতে চাইছে না। যা আরএস-বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আদৌ সহায়ক নয়। বিজেপির মোকাবিলায় সর্বভারতীয় স্তরে বিরোধী দলগুলি এক মঞ্চে এলেও রাজ্যে রাজ্যে কংগ্রেসের শক্তি ষেখানে বেশি, সেখানে তারা অন্য শরিকদের গুরুত্ব দিতে চাইছে না, এই অভিযোগও ফের তুলেছেন কয়েকটি রাজ্যের প্রতিনিধিরা। সূত্রের খবর, বাংলার তরফে এ দিনের একমাত্র বক্তা অবশ্য কংগ্রেসকে নিয়ে কোনও বিরূপ মতের দিকে যাননি। তিনি সওয়াল করেছেন গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সব শক্তিকে সঙ্গে নিয়ে বিজেপির মোকাবিলার পক্ষেই। দলের এই অংশ সীতারাম ইয়েচুরির আমলে নির্ধারিত রাজনৈতিক লাইন পরিবর্তনের পথে এগোতে চান না বলেই সিপিএম সূত্রের ব্যাখ্যা।
দলীয় দফতর থেকে বেরিয়ে এ বারই প্রথম এই রাজ্যে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক হচ্ছে নিউ টাউন প্লাজায়। দলের ভিন্ রাজ্যের নেতাদের থাকার ব্যবস্থা হয়েছে নিউ টাউনেই। পার্টি কংগ্রেসের খসড়া নিয়ে বিতর্কের শেষে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা।