সতপাল রাই ছবি ফেসবুক।
হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়তের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হাবিলদার সতপাল রাইয়ের মৃত্যু হয়েছে। তিনি দার্জিলিঙের তাকদার বাসিন্দা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ ছাড়া ওই দুর্ঘটনায় হেলিকপ্টারে সওয়ার ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ছিলেন হাবিলদার সতপালও।
সতপালের মৃত্যুতে শোক প্রকাশ করলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা। দেশের সেবায় হাবিলদার সতপালের আত্মত্যাগ গোর্খাদের কাছেও স্মরণীয় হয়ে থাকবে বলে টুইটারে লিখেছেন তিনি। বুধবার দুপুরে তামিলনাড়ুর কুন্নুরে দুর্ঘটনায় পড়ে বায়ুসেনার এমআই-১৭ ভি-৫ হেলিকপ্টার। তাতে চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল রাওয়ত, তাঁর স্ত্রী মধুলিকা-সহ ১৪ জন ছিলেন।
নিজের সাংসদ এলাকার বাসিন্দা সতপালের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজু। টুইটারে তিনি লিখেছেন, ‘হাবিলদার সতপাল রাইয়ের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। সিডিএস জেনারেল বিপিন রাওয়ত’জির ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (পিএসও) ছিলেন তিনি। সতপাল দার্জিলিঙের তাকদার বাসিন্দা ছিলেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এই অপূরণীয় ক্ষতি সামলে উঠতে তাঁর পরিবারকে শক্তি দিন।’ সতপালের উদ্দেশে রাজু লিখেছেন, ‘দেশের সেবায় আপনার আত্মত্যাগ দেশবাসীর পাশাপাশি গোর্খাদের কাছেও স্মরণীয় হয়ে থাকবে।’