Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: রাজ্যে দৈনিক সংক্রমণ বেড়ে ৭১৭, কলকাতায় বেড়ে ১২০-র কাছাকাছি, মৃতের সংখ্যা কমে ৯

বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭১৭ জন। সবচেয়ে বেশি কলকাতায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ২২:৫৬
Share:

গ্রাফিক সনৎ সিংহ

পর পর তিন দিন রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ। জেলাভিত্তিক দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে ফের শীর্ষে উঠে এল কলকাতা। দৈনিক সংক্রমণ পৌঁছে গেল ১২০-র কাছাকাছি। রাজ্যে সংক্রমণের হারেও বৃদ্ধি লক্ষ্য করা গেল। তবে বৃহস্পতিবার কমল দৈনিক মৃত্যু। সেই সঙ্গে বাড়ল টিকাপ্রাপ্তের সংখ্যাও।

Advertisement

বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭১৭ জন। সবচেয়ে বেশি কলকাতায়। বৃহস্পতিবার এই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১১৮ জন। জেলাভিত্তিক তালিকায় তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানেও দৈনিক সংক্রমণ ১০০ ছুঁই ছুঁই। বুধবারের তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে দার্জিলিঙেও। তার পর রয়েছে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়া।

বৃহস্পতিবার রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ন’জনের। এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ১৮ হাজার ৪০২ জনের। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের হার বেড়ে হয়েছে ১.৭১। এই দিনের হিসেব ধরে রাজ্যে সুস্থতার সংখ্যা সামান্য কমে ন’হাজার ১৬৭।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় টিকাপ্রাপ্তের সংখ্যা চার লক্ষ ৭৯ হাজার ৯৭৬। এখনও পর্যন্ত রাজ্যে টিকা দেওয়া হয়েছে তিন কোটি ৭৬ লক্ষ ৪৯ হাজার ৪২৯।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement