সকালে স্থলভাগে আছড়ে পড়ে বিকেলে ধীরে ধীরে শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। তবে মাঝের কয়েক ঘণ্টায় তাণ্ডব চালিয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকায়। প্রবল বৃষ্টি আর ঝড়ে লন্ডভন্ড বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র দিঘা, মন্দারমণি এবং তাজপুর।
গত কয়েক দিন ধরেই বৃষ্টি চলছিল রাজ্যের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে। বুধবার সকাল থেকেই বৃষ্টির তেজ বাড়তে শুরু করে। ইয়াস স্থলভাগে আছড়ে পড়ার পর বাড়ে ঝড়ের গতিও। এমন পরিস্থিতিতে জোয়ারের জেরে রুদ্রমূর্তি ধারণ করে সমুদ্রও। মন্দারমণির সৈকতের কাছাকাছি অবস্থিত হোটেলগুলিতে জল ঢুকতে শুরু করে। জলমগ্ন হয়ে পড়ে আশপাশের এলাকা। একাধিক হোটেলের নীচের চলা জলে ডুবে যায়।
মন্দারমণির মতো পরিস্থিতি ধরা পড়েছে দিঘা, শঙ্করপুর, তাজপুর এবং জুনপুটের মতো অন্যান্য পর্যটনকেন্দ্রগুলিতেও। অধিকাংশ এলাকাতেই জল বাঁধ ছাপিয়ে ঢুকে পড়ে আশপাশের গ্রামে।