প্রতীকী ছবি।
শুক্রবার পর্যন্ত আন্দামান সাগরে ছিল নিম্নচাপটি। পূর্বাভাস মতো সেটি উত্তর-পশ্চিম দিকে সরতে সরতে বর্তমানে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। রবিবারের মধ্যে তা আরও উত্তর-পশ্চিমে সরে সুগভীর নিম্নচাপে পরিণত হবে এবং সোমবারই জন্ম নেবে ঘূর্ণিঝড় ‘সিত্রং’। শনিবার বিকেলে পূর্বাভাসে এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
বিকেল সাড়ে ৫টার পূর্বাভাসে হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি প্রতি ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে সরতে সরতে বর্তমানে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে রয়েছে। যা পোর্ট ব্লেয়ার থেকে ৩৭০ কিলোমিটার, সাগরদ্বীপের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব থেকে ৮৬০ কিলোমিটার এবং বাংলাদেশের বরিশাল থেকে ৯৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবারই নিম্নচাপটির গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার কথা। রবিতে আরও কিছুটা শক্তি সঞ্চয় করে সেটি সুগভীর নিম্নচাপের চেহারা নেবে। সোমবার, কালীপুজোর দিন সকালে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তার পর উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে ওড়িশা উপকূলের গা ঘেঁষে বাংলাদেশ উপকূলে হাজির হবে। মৌসম ভবন জানিয়েছে, আগামী মঙ্গলবার ভোরে বাংলাদেশ উপকূলের কাছে তিনকোনা ও সন্দীপ দ্বীপের একেবারে মাঝামাঝি জায়গায় পৌঁছে যাবে আসন্ন ঘূর্ণিঝড়টি।