ভাঙা গাছ সরিয়ে রাস্তা পরিষ্কারের চেষ্টা।
শান্তিপুরে গাছের চাপে ভেঙে পড়েছে বাড়ি। এক রাতের সাইক্লোনে আশ্রয় হারিয়েছেন বহু মানুষ।
সুপার সাইক্লোনের কবলে উত্তর ২৪ পরগণায় উপড়ে গিয়েছে বিজ্ঞাপনের হোর্ডিংয়ের কাঠামো। তার পাশেই রাস্তা জুড়ে পডে রয়েছে উপড়ে যাওয়া গাছ।
দক্ষিণ ২৪ পরগণায় আমপানের তাণ্ডবে উপড়ে গিয়েছে বিদ্যুতের বহু খুঁটি। তেমনই এক বিদ্যুতের খুঁটি সরাচ্ছেন বিদ্যুৎ দফতরের কর্মীরা।
উত্তর ২৪ পরগণায় একশো বছরের পুরনো গাছ উপড়ে পড়ল রাস্তায়। সেই পথে গাছের ডালের নীচ দিয়েই প্রাণ হাতে চলছে আনাগোনা।
সাইক্লোনের তাণ্ডবে নদীয়ায় বাড়ির চালে পড়েছে গাছ। সেই চাপ সইতে না পেরে তুবড়ে ভেঙে গিয়েছে বাড়ির অ্যাসবেস্টসের চাল।
গত রাতের সুপার সাইক্লোনে উত্তর ২৪ পরগণায় বিপজ্জনক ভাবে উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। স্থানীয়রাই তা সরানোর চেষ্টা করছেন। জল ও বিদ্যুৎ পরিষেবা বন্ধ গোটা এলাকায়।
গোসাবায় গাছপালার প্রায় কোনও অস্তিত্ব নেই। বিপর্যয় মোকাবিলা বাহিনী যন্ত্রের সাহায্য়ে গাছ কেটে রাস্তা সাফ করার কাজ শুরু করেছে।
উত্তর ২৪ পরগণাতেও গাছ সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছেন পুলিশকর্মীরা।
আমপানের হাত থেকে বাঁচেনি রাস্তার ধারের গুমটি দোকানও। চাল উড়িয়ে, দেওয়াল ধসিয়ে দোকান কার্যত পরিণত হয়েছে ক’টা বাঁশের কাঠামায়। ধ্বংসস্তূপ থেকে কোনও ক্রমে রেঁচে যাওয়া রসদটুকু সরানোর ব্যবস্থা করছেন দোকানী।
নদীয়ায় উপড়ে যাওয়া গাছ পড়ে আটকে আছে রাস্তা। যানজট সরাতে স্থানীয়রা করাতের সাহায্যে গাছ কেটে রাস্তা সাফ করার কাজ শুরু করেছেন।
গাইঘাটায় তছনছ হয়ে গিয়েছে বসতবাড়ি লাগোয়া বাগান। লন্ডভন্ড হয়েছে গোটা এলাকা।
দিঘায় আমপানের দাপটে গাছ ভেঙে পড়েছে বাড়ির উপর। ভার সামলাতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙেছে ঘর। ধ্বংসস্তূপের ভিতর থেকে বেঁচে যাওয়া ঘরগেরস্থালী উদ্ধারের চেষ্টায় বাস্তুহারা মানুষজন।