Health Department

প্রার্থী অমিল, তাই খালি নার্সের সংরক্ষিত বহু পদ 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২০ ০৩:৩৪
Share:

প্রতীকী ছবি।

খাতায়-কলমে নার্সিংয়ে পদের সংখ্যা প্রচুর। খালি পদও অনেক। নিয়োগের ঘোষণা সত্ত্বেও তার কতখানি পূর্ণ হবে, সেই বিষয়ে স্বাস্থ্য দফতরের আধিকারিকেরাই সন্দিহান। কারণ, পর্যাপ্ত প্রার্থীর অভাবে বহু সংরক্ষিত পদ দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। সাধারণ পদে সেই সমস্যা নেই। নিয়োগের নতুন বিজ্ঞপ্তি সত্ত্বেও শূন্য পদে যথেষ্ট প্রার্থী মিলবে কি না, সংশয় থাকছে। সে-ক্ষেত্রে বিশেষ অনুমতিসাপেক্ষে সংরক্ষিত শূন্য পদে সাধারণ প্রার্থী নেওয়া হতে পারে।

Advertisement

জিএনএম, বেসিক বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং মিলিয়ে ৯৩৩৩টি পদে নিয়োগের জন্য বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল হেল্‌থ রিক্রুটমেন্ট বোর্ড’। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের একাংশের বক্তব্য, প্রায় সাড়ে ন’হাজার পদের মধ্যে সংরক্ষিত আসনের সংখ্যা ৬৩৬৮। তফসিলি জাতি, জনজাতি, ওবিসি-‘এ’ এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত বহু পদ ফাঁকা পড়ে আছে দীর্ঘদিন ধরে। যোগ্য প্রার্থী না-মেলায় খালি পদ বেড়ে একটা বিরাট শূন্যতার সৃষ্টি করেছে। নিয়োগ পর্ষদ সূত্রের খবর, এই পরিস্থিতিতে এস-এসটি (তফসিলি জাতি-জনজাতি) কমিশনের বিশেষ অনুমতি নিয়ে শূন্য পদগুলিতে সাধারণ প্রার্থীদের নিয়োগ করার বিষয়ে ভাবনাচিন্তা চলছে। স্বাস্থ্য নিয়োগ পর্ষদের তরফে এই নিয়ে একটি প্রস্তাবও দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সেই প্রস্তাব রূপায়ণের কাজ খুব একটা এগোয়নি।

নার্সিংয়ে সংরক্ষিত পদের সঙ্গে সঙ্গে ল্যাব টেকনোলজিস্ট নিয়োগের বিষয়টিও আইনি জটিলতায় আটকে রয়েছে দীর্ঘদিন। ৭২৫টি পদে নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই পদের ২৫ জন প্রার্থী। স্বাস্থ্য নিয়োগ পর্ষদের সূত্রে খবর, ২৫টি পদ বাদ দিয়ে ৭০০ আসনে নিয়োগ শুরু করা যায় কি না, সেই বিষয়ে স্বাস্থ্য দফতরের বক্তব্য জানতে চেয়েছে পর্ষদ। মেডিক্যাল টেকনোলজিস্টের অন্য বিভাগে অবশ্য নিয়োগে বাধা নেই। ডায়ালিসিস টেকনোলজিস্ট, ক্যাথল্যাব টেকনোলজিস্ট, পারফিউশনিস্ট-সহ ন’‌শোর বেশি পদে নিয়োগের জন্য ১১ মার্চ থেকে পরীক্ষা চলবে ২৩ মার্চ পর্যন্ত। ৩০০ গাড়িচালকের পদে নিয়োগের প্রস্তুতি চলছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, চালক-পদের জন্য এ-পর্যন্ত ২০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।

Advertisement

স্বাস্থ্য নিয়োগ পর্ষদের চেয়ারম্যান তাপস মণ্ডল বলেন, ‘‘নার্সিংয়ে সংরক্ষিত পদে প্রার্থী চেয়ে গত বছর বিজ্ঞপ্তি দেওয়ার পরে দু’হাজার পদ পূরণ হয়েছিল। এ বার কত পদ পূর্ণ হয়, দেখি। তেমন হলে বিশেষ পদক্ষেপের মাধ্যমে শূন্য পদ পূরণের চিন্তাভাবনা চলছে।’’ তিনি জানান, ব্লক মেডিক্যাল অফিসার এবং জেনারেল মেডিক্যাল ডিউটি অফিসারের পদে ‘রিকুইজিশন’ এখনও পাওয়া যায়নি। ‘রিকুইজিশন’ মিললে চিকিৎসকপদে হাজার দেড়েক নিয়োগের সম্ভাবনা তৈরি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement