দলের ঊর্ধ্বে কেউ নন, হুঁশিয়ারি আলিমুদ্দিনের

প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ কিছু পোর্টালে দলের নেতাদের ‘আক্রমণ’ করে চলেছেন বলে বৈঠকে সরব হয়েছিলেন কিছু জেলার নেতারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৯ ০৩:৫৫
Share:

ছবি: সংগৃহীত।

সাম্প্রতিক আচার-আচরণ নিয়ে প্রশ্ন ওঠায় দলে হুঁশিয়ারির মুখে পড়তে হল সিপিএমের এক বর্তমান বিধায়ক, এক প্রাক্তন মন্ত্রী ও এক প্রাক্তন সাংসদকে। ভবিষ্যতে তাঁদের সতর্ক থাকতে বলল দলের রাজ্য কমিটি। আবার শাস্তি মকুব করে পুরনো কমিটিতে ফিরিয়ে নেওয়া হল কলকাতার দুই যুব নেতাকে।

Advertisement

তৃণমূলের কোনও নেতা সঙ্গে থাকলে তাঁকে নিয়েই বিজেপির হাতে আক্রান্ত কাউকে তিনি বাঁচাতে যাবেন বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন সিপিএমের বিধায়ক তন্ময় ভট্টাচার্য। সামাজিক মাধ্যমে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে আরও বড় বিতর্ক ডেকে এনেছিলেন তিনি। দলের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলী গত সপ্তাহে বৈঠকে বসলেও তাঁকে আনুষ্ঠানিক ভাবে সতর্ক করেনি। রাজ্য কমিটির বৈঠকের জবাবি ভাষণে বুধবার দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বিধায়কের নাম না করেই ওই ঘটনার উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য, তৃণমূলকে সঙ্গে নিয়ে বিজেপির মোকাবিলা বা তার উল্টো— কোনওটাই করার প্রশ্ন ওঠে না। কেউ কেউ এমন ভাবে মন্তব্য করছেন যাতে মনে হচ্ছে, দলের লাইন তাঁরা ঠিক করে দেবেন! দলের লাইন ঠিক করার ভার পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির হাতেই আছে বলে জানিয়ে দিয়েছেন রাজ্য সম্পাদক। জেলা নেতৃত্ব যাতে প্রয়োজনমতো বিধায়ককে ভর্ৎসনা অথবা সতর্ক করে দেয়, সেই বার্তাও দেওয়া হয়েছে রাজ্য নেতৃত্বের তরফে।

প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ কিছু পোর্টালে দলের নেতাদের ‘আক্রমণ’ করে চলেছেন বলে বৈঠকে সরব হয়েছিলেন কিছু জেলার নেতারা। তাঁদের অভিযোগ, ‘ব্যক্তিকেন্দ্রিক মনোভাব’ বাড়ছে। সূর্যবাবু জবাবি ভাষণে জানিয়েছেন, বিষয়টি তাঁদের নজরে আছে। জেলা নেতৃত্ব তো বটেই, প্রয়োজনে রাজ্য নেতৃত্বও তাঁদের তরফে যা করণীয়, তা করবেন। দলের একটি সূত্রের বক্তব্য, সুশান্তবাবুকে ডেকে পাঠিয়ে সতর্ক করা হতে পারে। লোকসভা ভোটের আগে সিপিএমের প্রাক্তন সাংসদ তড়িৎ তোপদারের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। দলীয় স্তরে তা নিয়েও অভিযোগ উঠেছিল। দলের ভাবমূর্তির ক্ষতি যে কেউই করতে পারেন না, প্রাক্তন সাংসদের নাম না করেই সে কথা মনে করিয়ে দেওয়া হয়েছে রাজ্য কমিটিতে। গর্হিত আচরণের অভিযোগে কমিটি থেকে নিলম্বিত (সাসপেন্ডেড) দুই যুব নেতা কৌস্তুভ চট্টোপাধ্যায় ও সৌম্যজিৎ রজককে আবার ফিরিয়ে নেওয়া হয়েছে কলকাতা জেলা কমিটিতে।

Advertisement

এ বার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement