CPM

চাকরি-প্রার্থীদের পাশে বড়দিনে সেলিম

রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অবশ্য বলেছেন, সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে। আর বিরোধীরা ‘নাটক’ করছে!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ০৫:৩৫
Share:

বড়দিনে মাতঙ্গিনী হাজরা মূর্তির নীচে চাকরি-প্রার্থীদের পাশে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। নিজস্ব চিত্র।

বড়দিনের উৎসব মুখর শহরে চাকরি-প্রার্থীদের সঙ্গে অবস্থান-মঞ্চে দেখা করে এলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এর আগে ইদ, দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটার মতো সব উৎসবে আন্দোলনকারীদের সঙ্গে সময় কাটিয়েছিলেন তিনি। বড়দিনে সিটু নেতা এবং চাকরি-প্রার্থীদের আন্দোলনে সমন্বয়ের দায়িত্বে থাকা ইন্দ্রজিৎ ঘোষ, ডিওয়াইএফআইয়ের কলতান দাশগুপ্তদের নিয়ে মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে পাঁচটি অবস্থান-মঞ্চে গিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে। সেলিম বলেন, ‘‘সাদা খাতা জমা দিয়ে এক দল চাকরি পেয়ে গিয়েছে! আবার যেখানে আদালতের নির্দেশে পথ খোলা আছে, সেখানেও নিয়োগ নেই। তরুণ প্রজন্মের জন্য এই সরকারের সদিচ্ছা নেই!’’ যোগ্য প্রার্থীদের স্বচ্ছ নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলনে পাশে তাঁরা আছেন বলে রবিবার ফের স্পষ্ট করেছেন তিনি। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অবশ্য বলেছেন, সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে। আর বিরোধীরা ‘নাটক’ করছে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement