Parimal Biswas

প্রয়াত প্রাক্তন বিধায়ক

অধুনালুপ্ত জোড়াবাগান কেন্দ্র থেকে দু’বার বিধায়ক হয়েছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২০ ০৫:৪০
Share:

পরিমল বিশ্বাস

প্রয়াত হলেন কলকাতা সিপিএমের নেতা এবং প্রাক্তন বিধায়ক পরিমল বিশ্বাস (৭৫)। মস্তিষ্কে রক্তক্ষরণের পাশাপাশি তাঁর করোনা রিপোর্টও পজ়িটিভ এসেছিল। অধুনালুপ্ত জোড়াবাগান কেন্দ্র থেকে দু’বার বিধায়ক হয়েছিলেন তিনি। সপ্তাহদুয়েক আগে বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পরিমলবাবুকে প্রথমে মানিকতলা এলাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে, পরে করোনা পরীক্ষার রিপোর্টও পজ়িটিভ আসে। তাঁকে স্থানান্তরিত করা হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে, সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। আমৃত্যু পোস্তা শ্রমিক সংগঠনের সভাপতি ছিলেন পরিমলবাবু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement