—প্রতীকী চিত্র।
প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছিলেন এক মহিলা সাংবাদিক। সেই ঘটনায় দলের তদন্তের কাজ গুটিয়ে আনছে সিপিএম। সূত্রের খবর, এ বিষয়ে দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটির (আইসিসি) মুখোমুখি হয়ে তাঁর বক্তব্য জানিয়েছেন সংশ্লিষ্ট মহিলা সাংবাদিক। তন্ময়কে আগেই ওই কমিটি ডেকে পাঠিয়েছিল। সিপিএম সূত্রের খবর, আরও কয়েক জনকেও ডেকে পাঠিয়ে তাঁদের কথাও শুনেছে কমিটি। তাদের রিপোর্ট পেলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সিপিএম নেতৃত্ব। প্রসঙ্গত, সাংবাদিকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বরানগর থানাতেও একাধিক বার হাজিরা দিতে হয়েছিল প্রাক্তন বিধায়ককে। তন্ময়ের দাবি, পুলিশের জিজ্ঞাসাবাদ-পর্ব শেষ হয়ে গিয়েছে।