—ফাইল চিত্র।
তাঁর এলাকায় পাথর বোঝাই লরি থেকে তোলাবাজি হচ্ছে, বিধানসভায় এমন অভিযোগ তুললেন বাঁকুড়ার বড়জোড়া কেন্দ্রের সিপিএম বিধায়ক সুজিত চক্রবর্তী। সেই অভিযোগ সম্পর্কে বলার সময় তাঁর একটি মন্তব্য ঘিরে প্রতিবাদে সরব হন শাসক দলের মন্ত্রী, বিধায়কেরা। বিধানসভার ভিতরেই শুরু হয় হই-হট্টগোল।
স্পিকার ওই অংশটি বিধানসভার নথি থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। পরে মন্ত্রী ফিরহাদ হাকিম উঠে বলেন ‘‘রাস্তায় যে ধরণের ছ্যাবলামো করা হয় তা বিধানসভায় মানায় না। যাঁরা ছ্যাবলামো করতে বিধানসভায় আসেন। মানুষ তাঁদের আর ভোট দিয়ে এখানে পাঠাবেন না। এতে বিধানসভার মর্যাদা নষ্ট হচ্ছে।’’
বুধবার বিধানসভার উল্লেখ পর্বে সুজিত অভিযোগ করেন, তাঁর বিধানসভা এলাকায় দুর্গাপুর ব্যারাজে রাতে আগ্নেয়াস্ত্র হাতে কয়েক জন দাঁড়িয়ে থাকে। রামপুরহাট থেকে যে সমস্ত পাথর বোঝাই লরি দুই মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় যাচ্ছে, সেগুলি আটকানো হচ্ছে। আর ওই সব লরি থেকে তোলাবাজি করা হচ্ছে। এই অভিযোগের প্রসঙ্গেই বিশেষ মন্তব্যটি করেন সুজিত।