SFI

আরও তর্ক করুক ছাত্রেরা: গৌতম

বাইরে হোক বা সংগঠনের অন্দরে, বিনা প্রশ্নে যারা কিছু মেনে নেবে না, এমন তরুণ মুখের পক্ষেই সওয়াল করেছেন গৌতমবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ জুন ২০২১ ০৭:২০
Share:

নিজস্ব চিত্র।

কোভিড পরিস্থিতিতে ‘রেড ভলান্টিয়ার্স’ হিসেবে কাজ করছেন হাজার হাজার তরুণ ছেলেমেয়ে। তাঁদের কাজের ভূয়সী প্রশংসা করেই উজ্জ্বল, তরুণ মুখকে আরও বেশি করে দলে জায়গা দেওয়ার পক্ষে সওয়াল করলেন সিপিএম নেতা গৌতম দেব। ছাত্র সংগঠন এসএফআইয়ের মুখপত্রের ৫৬তম প্রতিষ্ঠা দিবসে মঙ্গলবার অনিল বিশ্বাস স্মারক বক্তৃতায় গৌতমবাবু বলেন, ‘‘বেশি সংখ্যায় ভাল ছেলেমেয়েরা অনেক দিন পরে কমিউনিস্ট পার্টির সঙ্গে কাজ করছে। এদের ধরে রাখতে হবে। আরও তার্কিক এবং প্রশ্ন করতে জানে, এমন ছাত্রদের সংগঠনে বাড়াতে হবে।’’ বাইরে হোক বা সংগঠনের অন্দরে, বিনা প্রশ্নে যারা কিছু মেনে নেবে না, এমন তরুণ মুখের পক্ষেই সওয়াল করেছেন গৌতমবাবু। তাঁর মতে, এই রাজ্যের পরিস্থিতি পরিবর্তনে ছাত্রদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। করোনা পরিস্থিতিতে গৌতমবাবুর বক্তৃতা ছিল ভার্চুয়াল। অনুষ্ঠানে সংগঠনের রাজ্য নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন এসএফআইয়ের সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement