CPM

যৌথ প্রতিবাদ

ঢাকা কালীবাড়ি থেকে মঙ্গলবার সন্ধ্যায় শান্তির দাবিতে যৌথ মিছিল হয় চারু মার্কেট থানা পর্যন্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ০৪:৩০
Share:

চারু মার্কেট এলাকায় শান্তির দাবিতে সিপিএম ও কংগ্রেসের যৌথ মিছিল। নিজস্ব চিত্র।

দক্ষিণ কলকাতায় বিজেপির মিছিলে তৃণমূলের পতাকা হাতে হামলা এবং বিজেপির পাল্টা মারের জেরে উত্তপ্ত এলাকায় শান্তি রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তার দাবিতে একসঙ্গে পথে নামল সিপিএম ও কংগ্রেস। ঢাকা কালীবাড়ি থেকে মঙ্গলবার সন্ধ্যায় শান্তির দাবিতে যৌথ মিছিল হয় চারু মার্কেট থানা পর্যন্ত। থানার সামনে অবস্থানে বসেন সিপিএম ও কংগ্রেস কর্মীরা। নেতৃত্বে ছিলেন কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায় ও সিপিএমের গৌতম বন্দ্যোপাধ্যায়। থানায় গিয়ে পুলিশের কাছে শান্তি রক্ষা ও অভিযুক্তদের শাস্তির দাবিও জানান তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement