দমদম বিমানবন্দরে পৌঁছল করোনার টিকা। নিজস্ব চিত্র।
রাজ্যে পৌঁছল করোনা টিকা। মঙ্গলবার পুণে থেকে স্পাইসজেটের বিশেষ কার্গো বিমানে নিয়ে আসা হয় কোভিশিল্ডের ৭ লক্ষ ডোজ। দুপুর পৌনে ২টো নাগাদ কলকাতা বিমানবন্দরে নামে কার্গো বিমানটি।
বিমানবন্দরে আগে থেকেই প্রস্তুত রাখা ছিল ইনসুলেটেড ভ্যান। সেই টিকা ইনসুলেটেড ভ্যানে করে বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে নিয়ে যাওয়া হয়েছে। ওখানেই নিরাপত্তার ঘেরাটোপে থাকবে টিকা। এই মেডিক্যাল স্টোর থেকেই বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে টিকার ডোজ।
আগামী ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ কর্মসূচি শুরু হতে চলেছে। টিকা নিয়ে দেশ জুড়ে যেমন আশার পারদ চড়ছে। তেমনই এ রাজ্যেও টিকা নিয়ে উৎসাহের অন্ত নেই। প্রশাসন সূত্রে খবর, প্রথমে চিকিৎসক এবং সমস্ত স্বাস্থ্যকর্মীকে দেওয়া হবে এই টিকা। তার পরে টিকা দেওয়া হবে পুলিশদের।