ফাইল চিত্র।
রাজ্যে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা আবারও বাড়ল। টানা চার দিন তা ৫০-এর গণ্ডি পার করে বৃহস্পতিবার পৌঁছে গেল একশোর কাছে। আরও বাড়ল দৈনিক সংক্রমণের হার। যদিও গত ২৪ ঘণ্টায় কোনও আক্রান্তের মৃত্যু হয়নি। রাজ্যে বর্তমানে কোভিড আক্রান্তের সংখ্যা (অ্যাক্টিভ রোগী)-ও বাড়ল বৃহস্পতিবার।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের প্রকাশিত কোভিড বুলেটিন অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবারের বুলেটিনে এই সংখ্যাটিই ছিল ৮৫। স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, সব মিলিয়ে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০,১৯,৯২৭ জন। যদিও তার মধ্যে ১৯,৯৮,১৫৮ জন সুস্থ হয়ে উঠেছেন। স্বাস্থ্য দফতর জানিয়েছে, এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৫১৭। তার মধ্যে ৪৪৩ জন বাড়িতে নিভৃতবাসে রয়েছেন। বাকি ২৬ জন হাসপাতালে চিকিৎসাধীন।
রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৫ জনের। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১.২৪ শতাংশে।