Suvendu Adhikari

ডায়মন্ড হারবারে শুভেন্দুর সভায় জট

কুলপির দলনঘাটা এলাকায় একটি মাঠে কাল বিরোধী দলনেতার জনসভার পরিকল্পনা ছিল। সেইমতো মঞ্চ তৈরি করার জন্য সরঞ্জামও চলে এসেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ ০৫:২৮
Share:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এলাকায় কাল, শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা করার আর্জি খারিজ করে দিল আদালত। কাঁথিতে বিরোধী দলনেতার বাড়ির অদূরে কাল সভা করার কথা তৃণমূল সাংসদ অভিষেকের। ওই দিনই ডায়মন্ড হারবারে অভিষেকের এলাকায় সভা করতে চেয়েছিলেন শুভেন্দু।

Advertisement

কুলপির দলনঘাটা এলাকায় একটি মাঠে কাল বিরোধী দলনেতার জনসভার পরিকল্পনা ছিল। সেইমতো মঞ্চ তৈরি করার জন্য সরঞ্জামও চলে এসেছিল। পরে আইনি জটিলতার কারণে তা বন্ধ হয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, মাঠের সমস্যা নিয়ে আবেদন করা হয়েছিল, তা উচ্চ আদালতে মঞ্জুর হয়েছে। সভা করার অনুমতি মেলেনি। যদিও স্থানীয় বিজেপি নেত্রী কৃষ্ণা বেরার দাবি, “সভার জন্য বিকল্প মাঠ খোঁজা হচ্ছে।’’

আইনি জটিলতা প্রকাশ্যে আসার আগেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ শুভেন্দুকে আক্রমণ করে বলেন, ‘‘এই তো ডিসেম্বর নিয়ে ডেড লাইন দিচ্ছিলেন! অভিষেকের সভা আটকাতে আদালতে গেলেন। এখন পাল্টা? আসলে শুভেন্দুর যত ভয় অভিষেককে নিয়ে। তাই এখন পাল্টা সভা করতে হচ্ছে!’’ রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য অবশ্য বলেন, ‘‘আদালতের রায় নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে এটা কোনও প্রতিহিংসা বা প্রতিযোগিতার সভা নয়। বিরোধী দলনেতা সব জেলায় সভা করছেন। তাই ডায়মন্ড হারবারেও সভা করছেন। রাজ্যের শাসক দল ‘স্যাস’ (শুভেন্দু অধিকারী সিনড্রোম) নামক স্নায়ুরোগে ভুগছে! যার কোনও ওষুধ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দিতে পারেননি!”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement