প্রতীকী ছবি।
নবম ও দশম শ্রেণির জন্য ইতিহাসের শিক্ষক নিয়োগের পরীক্ষায় কিছু প্রার্থী একটি প্রশ্নের ঠিক উত্তর লিখেও নম্বর পাননি। কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখর ববি শরাফ বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, ওই প্রশ্নের ঠিক উত্তর লেখার জন্য নম্বর দিতে হবে। তাতে যদি ওই প্রার্থীরা মেধা-তালিকায় চলে আসেন, তা হলে চাকরির সুযোগও দিতে হবে তাঁদের।
হাইকোর্টে মামলা করেন নীতীশ সরকার-সহ ন’জন প্রার্থী। তাঁদের কৌঁসুলি আশিসকুমার চৌধুরী জানান, ২০১৬-র শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় ইতিহাসের একটি প্রশ্নে গাঁধী-আরউইন চুক্তির তারিখ জানতে চাওয়া হয়। ওই প্রার্থীরা লেখেন, ১৯৩১ সালের ৫ মার্চ। এসএসসি-র মডেল উত্তরপত্রে ওই তারিখ ছিল না। তাই তাঁদের এক নম্বর কম দেওয়া হয়। আশিসবাবু নথি পেশ করে জানান, তাঁর মক্কেলরা ঠিক উত্তর দিয়েছেন।
উত্তরপত্র দেখে বিচারপতি এসএসসি-র কৌঁসুলি সুতনু পাত্রের বক্তব্য জানতে চান। ওই আইনজীবী মেনে নেন, প্রার্থীরা ঠিক উত্তরই দিয়েছেন। হাইকোর্টের কৌঁসুলিদের একাংশ জানান, অন্য যাঁরা ঠিক উত্তর লিখেও নম্বর পাননি, তাঁরাও সমান বিচার চাওয়ার সুযোগ পেতে পারেন।