Coronavirus

কোয়রান্টিন কেন্দ্রে আক্রান্তদের হামলা

প্রশাসন সূত্রে খবর, সিঙ্গুরের ঘনশ্যামপুরে ট্রমা কেয়ার সেন্টারকে কোয়রান্টিন কেন্দ্র করা হয়েছে। বিশৃঙ্খলার খবর পেয়ে এ দিন পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিঙ্গুর শেষ আপডেট: ১০ মে ২০২০ ০৫:০০
Share:

প্রতীকী ছবি।

করোনা-আক্রান্ত হওয়ায় কিছু মানুষকে কোভিড-১৯ হাসপাতালে সরানোর চেষ্টা নিয়ে শনিবার দুপুরে হুলস্থুল হল হুগলির সিঙ্গুরের সরকারি কোয়রান্টিন কেন্দ্রে।

Advertisement

জেলা (গ্রামীণ) পুলিশ সুপার তথাগত বসু জানিয়েছেন, ওখানে কয়েক জনের করোনা পজ়িটিভ হয়েছে। তাঁদের শ্রীরামপুর বা কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছিল। তখনই তাঁদের মধ্যে কিছু লোক ওই কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশকর্মী, জনাআটেক স্বাস্থ্যকর্মী ও এক অ্যাম্বুল্যান্স চালককে মারধর করেন। পুলিশ ব্যারাকটিও ভাঙচুর করা হয়। পুলিশ সুপার বলেন, ‘‘অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’’

প্রশাসন সূত্রে খবর, সিঙ্গুরের ঘনশ্যামপুরে ট্রমা কেয়ার সেন্টারকে কোয়রান্টিন কেন্দ্র করা হয়েছে। বিশৃঙ্খলার খবর পেয়ে এ দিন পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ-প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন। পুলিশের বিরুদ্ধেও পাল্টা মারধরের অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই পুলিশকর্তা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement