রাজ্যের করোনা চিত্র
করোনা সংক্রমণে ফের জেলাভিত্তিক তালিকার শীর্ষে উঠে এল কলকাতা। রাজ্যে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও, কলকাতায় সংক্রমণ বেড়েছে। বেড়েছে রাজ্যের সংক্রমণের হারও। রবিবারে স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা গিয়েছিল, সংক্রমণের হার রয়েছে ১.৮৫ শতাংশ, সোমবারে বুলেটিনে দেখা গিয়েছে, সেই হার বেড়ে হয়েছে ২.০৭ শতাংশ।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫১০, আগের দিনের তুলনায় যা সামান্য কম। কিন্তু উল্লেখযোগ্য ভাবে শেষ ২৪ ঘণ্টায় কমেছে করোনার নমুনা পরীক্ষাও। ৩৬ হাজারের কিছু বেশি থেকে নেমে এসেছে ২৭ হাজার ১৫৯-এ। এর ফলে অনেকটাই বেড়ে গিয়েছে সংক্রমণের হার। সামান্য কমেছে দৈনিক মৃত্যুও। রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় করোনায় সাত জনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৩ হাজার ৪৯৬। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ১৫ হাজার ৭৮৯ জন। রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৩৭১ জনের। জেলার পরিসংখ্যানে দেখা যাচ্ছে, তালিকার শীর্ষে রয়েছে কলকাতা। শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় মোট ৭৭ জন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। নতুন করে সংক্রমণের তালিকার শীর্ষে কলকাতা উঠে আসায় চিন্তা বাড়ছে। এর পরেই রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে উপরের দিকে রয়েছে দার্জিলিং। সেখানে শেষ ২৪ ঘণ্টায় ৪৭ জন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। শেষ ২৪ ঘণ্টায় করোনায় হাওড়ায় মৃত্যু হয়েছে দু’জনের, উত্তর ২৪ পরগনায় তিনজনের ও কলকাতায় দু’জনের। শেষ ২৪ ঘণ্টায় এক লক্ষ দু’হাজার ১১১টি টিকা দেওয়া হয়েছে রাজ্যে। এখনও পর্যন্ত রাজ্যের মোট টিকাকরণ সংখ্যা ৩ কোটি ৬১ লক্ষ ৮৯ হাজার ৯১২।