গ্রাফিক: শৌভিক দেবনাথ
ফের রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ পৌঁছে গেল এক হাজারের গোড়ায়। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ৯৯৫। গত সোমবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৮৮৫, সেখানেই বাড়তে বাড়তে একেবারে হাজারের গোড়ায় এসে দাঁড়াল নতুন আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের।
এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৯ হাজার ২১৮। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ লক্ষ ৭৫ হাজার ২০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯০ জন। রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৬৭ জন। তবে শেষ ২৪ ঘণ্টায় সামান্য কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। ১৬ হাজার ৬৫৫ থেকে রাজ্যে সক্রিয় রোগী কমে হয়েছে ১৬ হাজার ১৪৩।
কলকাতাতেও শেষ চার দিনের তুলনায় বৃহস্পতিবারই সংক্রমণ ছিল সর্বোচ্চ। কলকাতায় শেষ ২৪ ঘণ্টায় ৮৭ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। উত্তর ২৪ পরগনায় শেষ ২৪ ঘণ্টায় ৯৩ জন আক্রান্তের সন্ধান মিলেছে। সংক্রমণের শীর্ষে রয়েছে পশ্চিম মেদিনীপুর, সেখানে ৯৮ জন আক্রান্তের সন্ধান মিলেছে। একই সময়ে কলকাতায় মৃত্যু হয়েছে দু’জনের, উত্তর ২৪ পরগনায় তিন জনের,হাওড়ায় দু’জনের,পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এক জন করে মোট দু’জনের, জলপাইগুড়িতে চার জনের, কোচবিহার ও দার্জিলিংয়ে এক জন করে মোট দু’জনের।
সংক্রমণের হার নিম্নমুখীও রয়েছে একাধিক জেলায়। পুরুলিয়ায় এক জন, মালদহে চার জন, মুর্শিদাবাদে ছ’জন, দক্ষিণ দিনাজপুরে আট জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।
টিকাকরণের হিসাবে গত দু’দিনের থেকে বৃহস্পতিবার টিকা পেয়েছেন অপেক্ষাকৃত কম মানুষ। শেষ ২৪ ঘণ্টায় টিকাপ্রাপ্তের সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ৩৯৯ জন। সব মিলিয়ে রাজ্যে টিকা পেয়েছেন ২ কোটি ৩৩ লক্ষ ৬৬ হাজার ৮০৩ জন